বর্তমানের ভাবনা সাথে প্রার্থনা!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৭ মে, ২০১৪, ০১:৫২:৩১ দুপুর
কি বলবো ভাই নিজের কথা
অধীক চিন্তিত এ-মনটা!
প্রতি নিয়ত বাজছে শুধু
মানুষের বিয়োগ ঘন্টা!
হত্যা, গুম, আর বন্দি যেন
প্রতিদিনের রুটিন!
এইভাবে জীবন কাটানো
সত্যিই অনেক কঠিন!
ভালোবাসা নাই ভালো ব্যবহার নাই
নাই কোনই নিরাপত্তা!
প্রতিক্ষনেই ভয় মনের মাঝে
কখন হয়ে যাই হত্যা!
কখন গুম হয়ে যায় সে ভয় বাবা ভাইকে নিয়ে
কখনো সেই ভয়ে দেবর শশুর!
প্রতিদিনের এত হত্যা, গুমের
এ পর্যন্ত কেউ করেনি কসুর!
জন্মভুমিতে কেউ নেই আজি নিরাপদে
ভয়ে ভয়ে যাচ্ছে চলে সময়!
সদাই ভয়ে থাকে সবে কখন কি ঘটে যাবে
মনটা প্রত্যকেরই হতাশায় তণ্ময়!
এত হত্যা এত গুম এত লাশের মাঝে
ভালো কি থাকা যায়?
মহান স্রষ্টা প্রভুর কাছে প্রার্থনা আমার
দশের জন্য বের করে দাও সহজ উপায়!
চারিদিকে শুধু লাশ আর লাশ
হত্যা আর গুম!
ভয়ে আতঙ্কে সবার হারাম হয়েছে
আরামের প্রিয় ঘুম!
যারা জাগতো না সূর্যদ্বয়ের পরেও
তারা ফজরেই জেগে উঠে!
যারা সহসাই ডাকতো না আল্লাহ বলে
আল্লাহ আল্লাহ আল্লাহ নামের জিকির
তাদের ঠোঁটে!
সবাই মিলে যদি ঐক্যমত হই
হই এককাতারে সামিল!
তবে আর কিছুই করতে পারবেনা
বড় বড় জালিম!
হে স্রষ্টা আমাদের ঐক্যতা দাও
ক্ষমা করে দাও আরেকবার মুক্তি!
তুমিই মোদের নিরাপদ আশ্রয়
তুমিই এখন একমাত্র শক্তি!
সবাই সবার গুনাহ স্বরনে
ক্ষমা চেয়ে ফেলে চোখের পানি!
মহান প্রভু করবেন ক্ষমা
দুর করবেন সকলের মনের পেরেশানি!
৭ই মে ২০১৪
কৃতজ্ঞতায় ধন্যবাদান্তে............।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রতিদিনের রুটিন!
এইভাবে জীবন কাটানো
সত্যিই অনেক কঠিন!
দারুণ
হত্যা আর গুমের হিড়িকে ভেসে যাচ্ছে বাংলার দু-কূল!
মন্তব্য করতে লগইন করুন