মাত্র ১০০১ টাকায় গুলশানে বাড়ি পাচ্ছেন রেহানা...যত দোষ, নন্দ ঘোষেরই!.....পুরা বাংলাদেশটাই তো জাতির পিতার পরিবারের
লিখেছেন লিখেছেন নানা ভাই ০৭ মে, ২০১৪, ০২:১৩:০৪ দুপুর
বঙ্গবন্ধু কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে রাজধানীর গুলশানে প্রতীকী দামে একটি বাড়ি দেয়া হচ্ছে। বাড়িটির আয়তন দেড় বিঘারও বেশি।
পূর্ত মন্ত্রণালয়ের তৈরি করা এ সংক্রান্ত সারসংক্ষেপে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এখন শুধু প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রজ্ঞাপন জারি বাকি।
সূত্র জানায়, গুলশান ৮৪ নম্বর রোডের এনইএল (২)-এর ১০নং বাড়িটি ৫৪.৫ শতাংশ জমির ওপর। শেখ রেহানাকে দেয়ার জন্য এ বাড়ির প্রতীকী মূল্য ধরা হয়েছে ১০০১ টাকা।
‘‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯’-এর অধীনে শেখ রেহানাকে এ বাড়িটি দেয়া হচ্ছে।
এর আগে ১৯৯৬ এর আওয়ামী লীগ সরকারের শেষ মুহূর্তে অর্থাৎ ২০০১ সালে শেখ রেহানাকে ধানমন্ডি ৬ নম্বর রোডে এক বিঘা আয়তনের একটি বাড়ি দেয়া হয়েছিল।
বুঝলি নারে মোমিন, আওয়ামী কি জিনিস!
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফায়দা : একজন মোমেনের জন্য জান্নাতে যে সমস্ত নেয়ামত প্রস্তুত রহিয়াছে, সেই হিসাবে এই দুনিয়া মোমেনের জন্য কয়েদখানা। আর কাফেরের জন্য যে সমস্ত চিরস্থায়ী আজাব রহিয়াছে সেই হিসাবে দুনিয়া তাহার জন্য জান্নাত
আর কিছু বলার নেই
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি
আওয়ামীদের চিনে রাখুন
লীগেরা চেয়েছে পাকিস্তান ভেঙ্গে ভারতের সাথে মিলে যেতে। যা তখন জিয়া আর ভাষানীর জন্য পারেনি। তবে এখন লীগেরা সেটা পেরেছে।
ভাত খাব মাছ খাব আম খাব দেলা খাব ফসল খাব জমি খাব গালি দিলে গালি খাব হাজার বর্গ মাইল খাবও।
Click this link
বোনের মত উনিও দেশবাসীর সেবা করতে চান । দেশে থেকেই সেটা উনি ভাল করতে পারবেন ।
খালেদাকে কিন্তু এরশাদ ১ টাকায় মইনুল রোডের বাড়িটি দিয়েছিলো। অথচ মুক্তিযুদ্ধে উনি নাকি জানজুয়ার সাথে ছিলেন ।
মন্তব্য করতে লগইন করুন