ভাললেগে+ভালবেসে!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ২২ জুলাই, ২০১৩, ০৫:১৪:১০ সকাল
ভাললেগে+ভালবেসে!!
অসংখ্য নিশিকে প্রহর করেছি
আগাম ভালবাসার কথা ভেবে ভেবে।
যখনই ভালবাসার চোখ দিয়ে দেখলাম
তোমার মুখে সম্মতির রাশি।
বুঝে ছিলেম এই তোমার সম্মতি
বুঝিনি শূন্যহাতে ফিরবো হৃদয় দ্বারে।
বুঝিনি কষ্টই কেন পাই বারে বারে?
এখন বুঝি ভালবাসার সাথে স্বপ্নেরা বাঁধা ছিল।
সাথে ছিল কষ্টের আনাগোনা
আগামি নিয়ে মনে ভাবনা ছিল অনেক
তাই রাতের পর রাত ঘুম হয়নি।
রাত্রি জেগে জেগে লেখা কবিতা গুলো
জানিনা কারো মনে ভালবাসার আল্পনা আঁকবে কিনা।
তোমার ছবি ও স্রষ্টার প্রতি একান্ত বিশ্বাসে
তোমার প্রতি অতি অতি দূর্বল হয়েছিলেম।
তোমার চোখে দেখা মিথ্যা সম্মতিকে
সত্য ভেবে বড়ই ব্যথা পেলেম।
তিয়াসী নয়নের প্রিয়াসী ভাললাগা গুলো
ধুমরে মুচড়ে পড়ে আছে কাফনে মোড়ানো
হৃদয়ের কবর ঘরে।
জীবনে এত পরিবর্তন হলো এত ব্যথীত হল
শুধুই ক্ষনিকের ভাললেগে আর ভালবেসে।
১লা জুন ২০০৩
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন