কি তাদের অপরাধ ,,,??? (watch the documentary please)

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২২ জুলাই, ২০১৩, ০৪:৪১:২১ রাত

ডকুমেন্টারিটা দেখে কিছুই ভাল লাগছে না ,যখন দেখা যায় ইরাক ,আফগানিস্তান ,ফিলিস্তিনে ১০ বছরের শিশুর অস্ত্রের মুখে কান্না ভরা মুখ ,তখন কি আর নিজেকে ঠিক রাখা যায় ?কি তাদের অপ্রাধ ??দশ বছরের শিশু কি এমন অপ্রাধ করল যে তাকে জীবন দিতে হবে ?মুস্লিম হওয়াটাই কি তাদের অপরাধ !!

ধিক্কার জানাই এহেন পরাশক্তিকে ! আমেরিকা ,ইসরাইল তোরা কি জানিস তোরা কত বড়ই কাপুরুষ ! তা না হলে তোরা নিরস্ত্র মা-বোনদের উপর কেন নির্যাতন চালাবি ।তোদের বাহাদুরি আসলে অতটুকুই । নিরস্ত্র মা এবং নাবালক বোনদের অস্ত্রের মুখে গ্রেফতার করে নিজেকে কতটাই না বাহাদুর মনে করতেছিস ! শুধু অপেক্ষা কর সময় ঘনিয়ে আসছে ,আমেরিকায়তো ইতিমধ্যেই অর্থনৈতিক ধস নেমেছে ।যার কারনে তাদেরকে সবাই ঋণ দেয়া বন্ধ করে দিয়েছে এবং তাদের বাজেটের ৩ ট্রিলিয়ন ডলার জোগাড় করতে ৪৫% হারে সুদ নিতে হয়েছে ।ইসরাইলেরও সময় ঘনিয়ে আসছে ।আল্লাহ এত বেশি জুলুম সহ্য করেননা ।মজলুমের এক ফোটা পানিও ব্যর্থ যায়না । ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় তারা এমন এক অবস্থায় পড়বে যে তখন দখলদারিত্ত বাদ দিয়ে নিজেদের যে ভূখণ্ড আছে ওইটা বাঁচাতে উঠে পড়ে লাগতে হবে । ডকুমেন্টারিটা দেখুন আর জিবনের সব ঘৃণা আর ধিক্কার জানান তথাকথিত পরাশক্তিকে

http://topdocumentaryfilms.com/war-you-dont-see/

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File