Rose Rose "চোখ থাকতেও অন্ধ যারা" Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৩ মার্চ, ২০১৭, ০১:৩৭:১৫ দুপুর

চিলে কান নিয়েছে বলে অনেকেই চিলের পিছনে ছুটেন। একবারও নিজ হাতটা কানে দিয়ে দেখেনা কান ঠিক মতো আছে কিনা। অনর্থক চিলের ছায়ার পিছনে ছুটে কোন লাভ নেই। কারন কোনভাবেই চিলকে ধরা যাবেনা। তাই প্রথমেই কানে হাত দিয়ে দেখা উচিৎ তবে চিলের পিছনে ছুটতে হবেনা। কিছু বেকুফ লোক আল্লাহ্ ও তার রাসূল (সঃ) কে খুশি করতে গিয়ে অসন্তুষ্টি করে ফেলে। তারা তাদের মা-বাবা যা মেনেছে অন্ধ ভাবে তাই মানতে চেষ্টা করে। অথচ নিজে একবারও কুরআন ও হাদীসের নম্বর গুলো দিয়ে খুজে দেখেনা কোনটা সত্যিই। মায়ের মুখ থেকে শুনা কথা বা বাবার মুখ থেকে শুনা কথায় আমি কোন পূর্ণ বিশ্বাস করবো? আগে যাচাই করবো কোনটা আমার আল্লাহ্ বলেছেন কিভাবে রাসূল (সঃ) বাস্তবায়ন করেছেন সেটা আমি ভালোভাবে জেনে তারপর আমল করবো। আমি না জেনে অন্যের থেকে শুনে আমল করে কেন ভুল করবো। আল্লাহর হুকুম বলে কথা হাজারবার যাচাই বাছাই করে তারপর আমল করবো। যারা এরুপ করে তারা চোখ থাকতেও অন্ধ.................।

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382082
০৩ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৩ মার্চ ২০১৭ রাত ১১:১৯
315845
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ সবুজ ভাইয়া আপনার উপস্থিতি সত্যিই প্রেরণা যোগায়। জাযাকুমুল্লাহ্ খাইরান।

382085
০৩ মার্চ ২০১৭ রাত ০৮:২৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মূল্যবান কথা!
কিন্তু..
স্বল্প/অশিক্ষিত সাধারণ মানুষের করণীয়টা আমি আজো বুঝতে পারিনি!
তারা কিভাবে যাচাই করবে?
কোন আলিমকে জিজ্ঞেস করলে তো সেই একই কথা হলো!!
বিশ্বের অধিকাংশ মানুষই "যাচাই করার যোগ্যতায়" "অশিক্ষিত"
উপায়!!!!??
০৩ মার্চ ২০১৭ রাত ১১:৩৪
315846
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ ভাইয়া আপনার কথা ঠিক। কিন্তু বর্তমানে অশিক্ষিত/স্বল্প শিক্ষিত লোকের সংখ্যা বিগত সময়ের তুলনায় কমই বলা যায়। বর্তমানে তাফসীরে কুরআনের বহু তাফসীর সহজেই পাওয়া যায় আর যারা নেটা ব্যবহার করে তাদের জন্যে তো আরো সহজ তা অধ্যয়ন করা। সহীহ বুখারী, সহীহ মুসলিম, মুয়াত্তায়ে ইমাম মালেক, তিরমীযি, আবু দাউদ, ইবনে মাজা এই সকল কিতাবের বাংলা অর্থ সহকারে পাওয়া যায়। এই সব কিতাব থেকে নিজে অধ্যয়ন করতে পারলে কারো থেকে জিজ্ঞাসা করে নিজেই যাচাই করে নিতে পারবে। সবচেয়ে ভালো হয় প্রতিদিন নিয়মিত ভাবে নিজে নিজেই স্বল্প আয়াত বা কম পক্ষে তিন আয়াত করে কুরআন পাঠ ব্যাখ্যা সহকারে, তিনটি হাদীস, এক পৃষ্ঠা বা সময় থাকলে কয়েক পৃষ্ঠা করে ইসলামী ইতিহাস বা সীরাতে রাসূলুল্লাহ্ (সঃ) অধ্যয়ন করলে আর সে অনুযায়ী আমল করতে চেষ্টা করলে ইন-শা-আল্লাহ্ আশা করা যায় এইব্যক্তি সফল হবেন। এভাবে অধ্যয়ন সাধারন ব্যক্তিকে আলেম ব্যক্তিতে পরিণত করবে। আসলে প্রত্যেকের উচিৎ নিজেকে একজন আলেম বা আলেমা করে গড়তে সচেষ্ট হওয়া। জাযাকুমুল্লাহ্
০৪ মার্চ ২০১৭ রাত ০২:২৮
315847
আবু সাইফ লিখেছেন : হা হা
ওটাতো "জামাতী" ফরমুলা!!
ওরা সংখ্যায় অল্প!
আপনার পরামর্শ অনুসরণ করলে তো অন্যরা সব "জামাত-শিবির" হয়ে যাবে!!

তাতে 'জাতি"র "চেতনা"র মারাত্মক "অবমাননা" হবে!
০৫ মার্চ ২০১৭ দুপুর ১২:০৪
315873
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ সংখ্যার আধিক্যতা দিয়ে কি হবে যদি ঈমান ও আমলের আধিক্যতা না থাকে?? জামাত-শিবির বুঝিনা আল্লাহ্ তা'য়ালার কাছে নিজ নিজ হিসাব নিজেকেই করতে হবে তাই নিজের আমল নিজেরই ঠিক করতে হবে। জাযাকুমুল্লাহ্
০৫ মার্চ ২০১৭ রাত ০৯:২০
315892
আবু সাইফ লিখেছেন : আহ, সবাই যদি বুঝতো!!
Praying Praying Praying Praying
Praying Praying Praying Praying
382088
০৩ মার্চ ২০১৭ রাত ১০:৪৯
সন্ধাতারা লিখেছেন : Salam. Little api. Very good issue mashallah. How r u now?
০৫ মার্চ ২০১৭ দুপুর ১২:০৭
315874
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আপা খাস করে দোয়া করবেন আমার ঢাকার আত্মীয়-স্বজনদের মধ্যে কিছু লোক পীরপন্থায় অভস্থ হয়ে উঠছে। তাদেরকে আল্লাহ্ যেন হেদায়াত নসীব করেন। আমিন। আলহামদুলিল্লাহ্। আপি আপনারা কেমন আছেন? জাযাকুমুল্লাহ্

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File