ডেইলি ওয়ার্ক
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ০৯:৩২:৫৫ রাত
আমাদের যুবক-যুবতীদের সামনে ইসলামের সৌন্দর্য বেশী বেশী প্রচার করতে হবে। যাতে তারা ইসলামের গুরুত্বকে তাদের সুন্দর ও কোমল মন নিয়ে গ্রহন করতে আগ্রহী হয়। এইজন্য তাফসীরুল কুরআন সীরাতে রাসূল (সঃ) ও আসহাবে রাসূলের জীবনকথা দৈনন্দিন পরিবারের সবার মাঝে আলোচনা করা উচিৎ। আল্লাহ্ তৌফিক দিন আমাদেরকে।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের মৃত অন্তরকে তরতাজা রাখতে তোমার চমৎকার উপদেশ অনেক উপকারী।
পরিবারের সকলকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এই প্রার্থনা।
আমাদের সময়ে স্কুলের যাবার পাশাপাশি আমরা মক্তবে যেতাম। কায়েদা , আম পারা ও কুরআন শিক্ষার হাতে খড়ি সেখানেই - আল'হামদুলিল্লাহ্। বাসায় হুজুর রেখেও কুরআন শিক্ষা নিয়েছি ।
মুরুব্বী ছিলেন যিনি নামাজ পড়া শিখিয়েছেন (মামা , উনি তাবলীগ করতেন)।
স্কুলে ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত ইসলাম ধর্ম শিক্ষা একটা আবশ্যিক সাবজেক্ট ছিল ।
এরকম একটা এনভায়রনমেন্ট থাকলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা যায়।
মন্তব্য করতে লগইন করুন