"নিশিরাতে"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ জানুয়ারি, ২০১৭, ০৯:৪৫:৫৩ রাত
রাত্রি অনেক গভীর হলো
আসছেনা যে ঘুমটা!
মৃত্যু ভয়ে কম্পিত মগজ
ছটফট করছে মনটা!
ফ্যান এসি সবই চলছে
ঘুম তবু নেই চোখে!
ভাবছে এ-মন গভীরভাবে
কিভাবে থাকবো কবরেতে?
অনেক ভেবে বিছানা ছেড়ে
এলাম অজু করে!
মোনাজাতে মনোযোগ দিলাম
দু'রাকাত নামাজ পড়ে!
আল্লাহকে জানালাম সবই
মোনাজাতের মাঝে!
আমাকে ব্যস্ত রাখো সদাই
তোমার খুশির কাজে!
সদাই রাখো আমায় তুমি
প্রিয় নবী (সঃ)এর পথে!
খুশি থাকো আল্লাহ তুমি
দিবা-রাতি আমাতে!
ভুল করলে করে ক্ষমা
কাছে নিও টেনে!
প্রতিদান দিও তুমি
অন্তরের নিয়্যত জেনে!
দূর্বল আমি অক্ষম আমি
আমল নাই তো তেমন!
কি করে যে করবো আমি
তোমার সন্তুষ্টি অর্জন?
নিশিরাতে তোমার ভয়ে
কাঁদছে আমার মন!
সকল ত্রুটি ক্ষমা করে
করে নিও আপন!
অল্প অল্প আমল গুলো
কবুল করে নাও!
আমার প্রতি দয়া করে
তোমার মতে চালাও!
রাজি-খুশি হও যে তুমি
দোষ-ত্রুটি ক্ষমা করে!
মাসুম করে ডেকে নিও
আঁধার কবর ঘরে!
রাজী-খুশি হয়ে তুমি
প্রতিবেশী করো নবী (সঃ) এর সাথে!
আরজু সকল তোমার কাছে
এই নিশিরাতে!
কবুল করো আল্লাহ তুমি
আরজু সকল আমার!
কবরকে করে দিও আমার
জান্নাতেরী বাগান!
২৯ শে জুলাই ২০১৫
মদিনা মনোয়ারাহ সৌদি আরব
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন