"জীবন বাঁচাতে এগিয়ে আসুন"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৯ নভেম্বর, ২০১৬, ০৮:০০:৪০ রাত
মৃতপ্রায় একজন প্রিয়মতকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও স্ব-চেষ্টায় আবারও প্রানবন্ত হয়ে নতুন করে প্রাণ ফিরে পাবে। আবারো উৎসাহ দিবে কী বোর্ড হাতে নিতে। আমিও নিজেও নিয়মিত হতে পারিনা বলে সবার কাছে ক্ষমাপ্রার্থী। তারপরও বলবো আসুন না সবাই আরেকবার চেষ্টা করি মৃতপ্রায় এই ব্লগটাকে জীবন ফিরিয়ে দিতে। সকলের সম্মিলিত উপস্থিতি মানে কেউ লেখক কেউ পাঠক আর কেউ অতিথি হয়ে ব্লগের চাকাটাকে সচল করতে। আবারো মন্তব্য প্রতিমন্তব্যের ঝংকারে আন্দোলিত হোক এই পাড়ায়। আজকে ব্লগে ঢুকেই দেখি সন্ধ্যাতারাপির একটি লেখা, সেখানে মন্তব্য করতে গিয়েই হতবাক হয়েছি। আসলেই আমরা সকলের মিলে একদিন এই ব্লগবাড়িটাকে লেখায় লেখায় মন্তব্যে প্রতিমন্তব্যে মাতিয়ে রেখেছিলাম ঠিক তেমনই করে সকলের অবহেলায় অবহেলায় আজকে সত্যিই সে মৃতপ্রায়। যারা এই ব্লগটাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারাও যেন চুপসে গেছেন কেন? জানিনা। অথচ কঠিন ষড়যন্ত্রের কঠিন মোকাবেলা করেছেন তারা কিন্তু কেন জানি এখন তারা এই ব্লগটাকে মূল্যায়নই করছেন না। তারা মনযোগ দিচ্ছেন না। তাদের নজর নেই এখানে কি লেখা হচ্ছে? লেখার মান যাচাইয়ের কোনই উদ্যোগ নেই। মানসম্পন্ন লেখাও এখন আর স্টীকি হতে দেখা যায়না। তাই আমি একজন ছোট্ট মানুষ হয়ে আপনাদের সকলের কাছে আবারো সকলে স্বতঃস্ফূর্ত ভাবে সম্মিলিত প্র-চেষ্টায় মৃতপ্রায় এই ব্লগবাড়িটাকে প্রান ফিরিয়ে দিন। প্লিজ! আপনাদের প্রত্যেকের লেখায় লুকায়িত আছে অপরের হেদায়াত। তাই সবাই সাড়া দিন প্লিজ! প্লিজ! প্লিজ!
(সন্ধ্যাতারাপির লেখায় মন্তব্য করতে গিয়ে এই লেখাটা পোস্ট করলাম। সেখানে মন্তব্য করেছি( আপনার পরিবারের সবাই কেমন আছে? আমি প্রথমে শিরোনাম পড়ে অস্থীর হয়ে গেলাম আপনার প্রিয়তমের কি হলো। নেট সমস্যা করতে ছিলো তাই আরো অস্থীর হলাম। অবশেষে যখন পাতা খুললো তখনই বুঝতে পারলাম আমাদের সকলের প্রিয়তম ব্লগবাড়িটার কথা। আসলেই আপুনি নানা ঝড়ের মাঝেও যে ব্লগটা টিকে ছিলো ব্লগারের অভাব ছিলোনা। এখন ব্লগারের অভাবে যেন মৃতপ্রায়। তাই আপনি সহ ব্লগের মুরুব্বী যারা তারা সকলের সম্মিলিত চেষ্টায় আবারো ব্লগটাকে স্বক্রিয় করার উদ্যোগ নিন।) পরিশেষে বলবো ব্লগার ভাইয়া ও আপুদের সকলে মিলে একটি ব্লগায়োজন করুন এবং ইসলামের মৌলিক বিষয়টাকে সামনে রাখুন। আমাদের আক্বিদাকে বিশুদ্ধ করতে যেমন ঈমানের আলোচনা হলো তেমনী এই ব্লগপাড়াটাও স্ব-ক্রিয় হবে ইন-শা-আল্লাহ্।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত পোষণ করে সুন্দর ব্যাখ্যাসহ আরও বিস্তারিতভাবে জোরালো আবেদন রাখার অন্নেক ধন্যবাদ।
আমি নিজেও অনেক ব্যস্ত থাকি তারপরও আপ্রাণ চেষ্টা করি কিছুটা সময় বরাদ্দ রাখতে ব্লগের জন্য। যদিও সবার লিখা পড়া এবং মন্তব্য করার ইচ্ছে থাকা সত্ত্বেও সম্ভব হয়ে উঠে না।
তোমার পারিবারিক সমস্যার কি সমাধান হয়েছে ছোট আপু?
জাযাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন