"দাওয়াত" @;-
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০১ এপ্রিল, ২০১৬, ০১:১৭:৪৭ রাত
রাত পেরিয়ে গভীর হলো
ভোর যে কিছু বাকি!
ঘুম ভাঙানির গান শুনাবে
ছোট্ট সকল পাখি!
ঝাকে ঝাকে কলতানে
ডাকবে নামাজ পড়ো!
মুয়াজ্জিন ও ডেকে বলে
আল্লাহ সবচেয়ে বড়!
বিসমিল্লাতে জেগে উঠে
শুরু করো দিন!
প্রত্যেক কাজে যাচাই করো
ঈমান একীন!
মগজকে ব্যস্ত রাখো
কোরআন হাদীস পড়ে!
নবী (সঃ) এর আদর্শেতে
নাও গো জীবন গড়ে!
নিজে আমল করো
দ্বারে দ্বারে দাও দাওয়াত!
নবী (সঃ) এর কাজ করলে
পাবে তার শাফায়াত!
আযাব থেকে বাঁচতে যদি
করো দ্বীন প্রতিষ্ঠার কাজ!
মুক্তি পাবে জাহান্নাম থেকে
পাবে জান্নাতের তাঁজ!
দুনিয়ার কাজ প্রয়োজনে করো
দাওয়াতী কাজ করো বেশী!
তবেই ক্ষমা পাবে সবে
হবে জান্নাতবাসী!
ছবির জন্যে ধন্যবাদান্তে গুগল!
মদিনা মনোয়ারা সৌদি আরব
৩০ শে আগষ্ট ২০১৫
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছন্দে ছন্দে দাওয়াতের কাজ
কতুই না মধুর,
আঁধার ফাড়িয়া আলোক রেখা
আর নয় বহু দূর৷
সুন্দর ভাব ও আহ্বান, জাযাকিল্লাহ
ছন্দ-মাত্রা নিয়ে যদি আরেকটু যত্নবান হতেন তবে আরো আরো সুন্দর হতো!
নিচের লিংকগুলো আপনার সহায়ক হতে পারে!
সং হ তি ...
ক বি তা র ছ ন্দ ...
মু ক্ত চি ন্তা ব্ল গ ...
সা মু ব্ল গ ...
আ মা র ব্ল গ ...
ই স্টি শ ন ...
স চ লা য় ত ন ...
অ ব স র ...
আপনি রসূলেরﷺ কাছেই থাকেন; আপনার দোয়াতে আমাদেরও জুড়ে নিতে আব্দার রইলো!
ছন্দ-মাত্রা নিয়ে যদি আরেকটু যত্নবান হতেন তবে আরো আরো সুন্দর হতো!
মন্তব্য করতে লগইন করুন