"আল্লাহর ভয়ে"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:০৩:০৮ সকাল
আল্লাহর ভয়ে লুকোচুরি
ছাড়ো সবাই যদি!
বুলন্দ হবে ঈমান তোমার
পাবে জান্নাতের গদি!
আল্লাহর ভয়ে ওহে মানুষ
দুধে দিওনা পানি!
কেউ দেখেনা দেখেন কিন্তু
তিনি অর্ন্তযামী!
আল্লাহর ভয়ে ওহে মানুষ
সঠিক করো ওজন!
রোজ হাশরে কেয়ামতে
তোমার থাকবেনা ভয় কম্পন!
আল্লাহর ভয়ে ক্ষমতার ব্যবহার
করো ও ভাই ক্ষমতাধর!
ক্ষমতার অপব্যবহার করলে
গ্রেফতার হবে কবরঘর!
ওহে মানুষ অল্পে তুষ্ট থাকো
সময় কাটাওনা বিলাসিতায় লিপ্ত হয়ে!
সদাই থাকো জিকিরে-ফিকিরে
কাটাও জীবন সাদাসিদে এক আল্লাহর ভয়ে!
৭ই জুন ২০১৪ মদিনা মনোয়ারা সৌদি আরব।
আমার ওয়েব সাইট থেকে পড়ুন।
বিষয়: সাহিত্য
১১০৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরকালে হবে তোমার অনেক বড় ফাইন
আলহামদুলিল্লাহ, বেশ ভাল আছি। বাড়িতে লোকজন আঁটঘাট বেধে নেমেছে। আমি না করে দিয়েছি, উনারা যতটা মেয়ের পরজেহগারিতা দেখে, তার চেয়ে বেশি দেখে রূপ, গুন, ধন সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি, যেসবে আমার বিন্দুমাত্র লোভ নেই। তাই কিছুটা সময় তো লাগবেই, খাটি সোনা পেতে!
আমিও কি পারি নিয়মিত হতে, পারিনা, চাইলেও পারা যায়না। তাই আপনারা যারা নিয়মিত হতে পারেন না তাদেরকে আমি বুঝি।
আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন।
পচা মানুষটার অনেক অনেক দয়া রইল।
সত্যকে জানেনা বলেই জালিম সদা হাসে।"
সুন্দর কবিতাটির জন্য আপনাকে ধন্যবাদ
এই লিংকে আমার বিবাহ নিয়ে বিস্তারিত লিখেছি..
http://www.firstbd.net/blog/blogdetail/detail/10481/4341216/72937#.Vrmw-tJ95DA
অথবা আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসতে পারেন।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন