"ভালবাসি"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৩ আগস্ট, ২০১৫, ০৩:১২:৪৩ রাত
রজনী গন্ধা প্রিয় ফুল
গোলাপ আরো বেশী।
ভালবাসি না বিদেশী ফুল
ভালবাসি দেশী।
ভালবাসি দোয়েল কোয়েল
ভালবাসি টিয়া।
আমার দেশকে ভালবাসি
পূর্ণ হৃদয় দিয়া।
এই আকাশকে ভালবাসি
ভালবাসি তার সাজ।
ভালবাসি এই স্বাধীনতা
সেই তো মনের তাজ।
ভালবাসি ভোরের নিরবতা
ভালবাসি বাংলা কথা
ভালবাসি রাসূল(সাঃ)কে
ভালবাসি তাঁর প্রথা।
ভালবাসি বাংলা কবিকে
ভালবাসি কবির কবিতাকে
আমি যেন আমার স্বপ্ন খুঁজে পাই
কবির মনোমুগ্ধকর ভাষাতে।
বাংলার সৌন্দর্য বাড়ায় কবি
নিজ লেখা কবিতায়
কবির সব ভালবাসা যেন
কবিতার ভাষায়।
এদেশে থেকে যতই কষ্ট পাই
যতই বন্যায় ভাসি।
আমি তবুও আমার দেশ এবং
কবিকেই ভালবাসি।
ছবির জন্যে কৃতজ্ঞতা গুগলের প্রতি............।
বিষয়: সাহিত্য
১১৩৮ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ কবুল করুন আমাদের!!
ভালবাসি টিয়া।
যারে এতো ভালবাসি
করলনা সে বিয়া
ভালবাসি টিয়া।
এত ভালবাসলাম যারে
বুঝলনা সে হিয়া
ভালবাসি টিয়া।
এত ভালবাসলাম যারে
বুঝলনা সে হিয়া
বাসিনা ভালো
সবুজ ভাই মিথ্যে অপবাদ
দিয়ে গেলো
অনেকদিন পর আসলেন মনে হয়।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
ধন্যবাদ।
যাকে নিয়ে সবাই জীবনের মহাকাব্য রচনা করে।
মন্তব্য করতে লগইন করুন