আত্মার খোরাক (১৮)(মাহে রমাদ্বানে আলোচনা)
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৩ জুন, ২০১৫, ০৪:২৪:২৩ বিকাল
অহংকার সম্পর্কিত বিষয়ে হাদীসঃ-
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, নবী করীম (সঃ) বলেছেনঃ যার অন্তরে বিন্দু পরিমাণ অহঙ্কার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি বললো হুযুর (সঃ)! কেহ যদি তার লেবাসে-পোষাকে ও জুতা উত্তম হওয়া পছন্দ করে? (তাহলে সেটাও কি অহংকার?) হুযুর (সঃ) জবাব দিলেনঃ অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃত পক্ষে অহঙ্কার হলো আল্লাহর গোলামী হতে বেপরোয়া হওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা।"
(বুখারী)
ব্যাখ্যাঃ- যে সমস্ত চরিত্রগত ত্রুটি মানুষকে মানবতাহীন করে, তার মধ্যে আত্মাভিমান বা অহঙ্কার হলো অন্যতম। মানুষ সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হওয়া ছাড়াও পৃথিবীতে সে পদে পদে অন্যের মুখাপেক্ষী। সুতরাং যে নিয়তই অন্যের মুখাপেক্ষী বা মোহতাজ, তার পক্ষে আত্মাভিমানী বা অহংকারী হওয়া আদৌ শোভা পায় না। অহঙ্কারী ব্যক্তি যে আল্লাহর করুণা হতে বঞ্চিত থাকে, এ কথাটি হযরত লোকমান (আঃ) তাঁর ছেলেকে উপদেশ দিতে গিয়ে সুন্দর রুপে ব্যক্ত করেছেনঃ পবিত্র কোরআনে সূরাহ লোকমানে আল্লাহ তা'য়ালা তা নিম্নরুপ বর্ণনা করেছেনঃ (হে প্রিয় বৎস!) তুমি মুখমন্ডলকে কারো উদ্দেশ্যে গম্ভীর করবে না। (যেমন অহঙ্কারী লোকেরা কারো সাথে আলাপ করার সময় মুখের অবস্থা করে থাকে) আর জমিনের উপর দিয়ে দাম্ভিকতা সহকারে চলবে না। কেন না আল্লাহ কোন দাম্ভিক ও গর্বিততে ভালোবাসেন না।"
(সূরাহ লোকমান, রুকু ২)
উপরে উল্লেখিত হাদীসটিতে আল্লাহর নবী (সঃ) অহংকার এবং পরিচ্ছন্নতা বোধের পার্থক্যটাও সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। নবী করীম (সঃ) বলেছেনঃ কোন একটি লোক পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা কিংবা সুন্দর ও উত্তম জুতা ইত্যাদি পরিধান করা অহঙ্কার নয়। বরং অহঙ্কার হলো মনের এমন একটি অবস্থা, যার ফলে অহঙ্কারী ব্যক্তি নিজেকে উত্তম ও অপরকে অধম বলে মনে করে। পবিত্রতা বা পরিচ্ছন্নতাবোধ অহঙ্কার নয়। কেননা আল্লাহ স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন।
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, বাহুল্য ব্যয় এবং অহঙ্কার হতে বেঁচে তুমি (হালাল খাদ্য এবং লেবাস হতে) যে খাদ্য গ্রহণ করতে এবং যে কোন লেবাস পরিধান করতে পারো।"
(বুখারী)
পরিশেষে মহনা আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহর সন্তুষ্টির মধ্যে রাখুন! আমিন ছুম্মা আমিন!
ছবির জন্য কৃতজ্ঞতা গুগল মামুকে.........।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমীন।
ধন্যবাদ।
ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিনও আপনার-আমার হয়তো আপসোস করা ছাড়া উপায় থাকবে না। তাই আসুন আমরা শরীয়াতের সকল হুকুম আহকাম মেনে চলি। নামাজ,রোজা, যাকাত হজ্জ যথাযথ ভাবে আদায় করি। এছাড়া কোন অন্যয় কাজ করলে আল্লাহর কাছে তাওবা করি। তাহলেই আমরা কিয়ামতের দিন মুক্তি পাব ইনশা আল্লাহ
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন