Rose Roseআত্মার খোরাক (১৭)(মাহে রমাদ্বানে আলোচনা) Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২১ জুন, ২০১৫, ০৫:০৯:৫৯ বিকাল



চোগলখোরী সম্পর্কিত হাদীসঃ-

হযরত হোযায়ফা (রাযিঃ) হতে বর্ণিত, নবী করীম (সঃ) বলেছেন চোগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবেনা।"

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী করীম (সঃ) চোগলখোরী করতে নিষেধ করেছেন, অনুরুপভাবে তিনি গীবত বলাকে ও গীবত শুনা থেকেও লোকদেরকে নিষেধ করেছেন।"

(বুখারী, মুসলিম)

ব্যাখ্যাঃ- চোগলখোরী বলা হয় একের কথা অপরকে বলে উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি করা ও ঝগড়া লাগিয়ে দেয়া। সমাজের বেশীর ভাগ ঝগড়া-ফাসাদ চোগলখোরী বা কূটকথার কারণেই সৃষ্টি হয়ে থাকে। ইসলামের দৃষ্টিতে এটা মারাত্মক পাপ। কেননা ইসলাম যে ধরনের আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ কামনা করে, তাতে চোগলখোরের অস্তিত্ব অকল্পনীয়। এ জন্যই আল্লাহর রাসূল (সঃ) মুসলমানদেরকে এ জঘন্য পাপটি পরিহার করার নির্দেশ দিয়েছেন এবং চোগলখোর যে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, এ সাবধান বাণীও উচ্চারণ করেছেন।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)হতে বর্ণিত, তিনি বলেন একদা আল্লাহর নবী (সঃ) দুটি কবরের কাছ দিয়ে যাবার সময় বললেনঃ এই কবরের লোক দু'টি আযাবে লিপ্ত আছে। তবে তাদের এ আযাব এমন কোন কাজের জন্যে নয়, (যা পরিত্যাগ করা তাদের জন্যে সম্ভব ছিলো না।) তবে অপরাধের বিবচনায় তা খুবই মারাত্মক। এই দুই ব্যক্তির মধ্যে একজন চোগলখোরী করে (কটূ-কথা বলে) বেড়াতো এবং অন্যজন পেশাব করে উত্তমরুপে পবিত্র হতো না।"

(বুখারী)

পরিশেষেঃ মহান আল্লাহ তায়া'লা আমাদের সব রকমের গীবত শেকায়েত ও চোড়লখোরী থেকে বাঁচিয়ে রাখুন! এবং বিশেষ করে এই রমাদ্বানের একমাস ও পরের এগারো মাস যেন সকলকেই এই সকল কবিরাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন! আমিন ছুম্মা আমিন!

ছবির জন্য কৃতজ্ঞতায় গুগল মামু.....।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327015
২১ জুন ২০১৫ বিকাল ০৫:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিশেষ করে এই রমাদ্বানের একমাস ও পরের এগারো মাস যেন সকলকেই এই সকল কবিরাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন! আমিন ছুম্মা আমিন!
আমিন। অনেক ধন্যবাদ..
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৫
269437
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আপনার দোয়ার সাথে আমিন!
327020
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১১
আবু জারীর লিখেছেন : চোগল খোরে আজ সমাজটা যেন ছেয়ে আছে। আল্লাহ আমাদের এমন গোনাহ থেকে হেফাজত কর।
ধন্যবাদ আপু রমজানের এই সুন্দর আয়োজনের জন্য।
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৬
269438
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দিন! আমিন!
327024
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৬
269439
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া!
327045
২২ জুন ২০১৫ রাত ০২:১৯
তবুওআশাবা্দী লিখেছেন : খুব সহজেই হয়ত আমরা বাঁচতে পারি এই কাজগুলো থেকে, কিন্তু কি সহজেই না আমরা সবাই এই কঠিন পরিণতির কাজগুলোই করে যাই সব সময়|আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলো আর এর পরিণতির হাত থেকে রক্ষা করুন| খুবই প্রয়োজনীয় একটা পোস্ট রোজায়| ভালো লাগলো | অনেক ধন্যবাদ |
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৭
269440
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! সঠিক কথাই বলেছেন! আল্লাহ জাযায়ে খায়ের দান করুন! আমিন!
327051
২২ জুন ২০১৫ রাত ০৩:৫১
আফরা লিখেছেন : জাজাকিল্লাহ খাইরান আপু ।
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৭
269441
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্টাপুনি! আল্লাহ জাযা দান করুন! আমিন!
327070
২২ জুন ২০১৫ দুপুর ১২:০২
ফাতিমা মারিয়াম লিখেছেন : এই গুণাহের কাজ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থণা করছি।
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৮
269442
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপিনি! আল্লাহ কবুল করুন! আমিন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File