'' একটি দোয়া চাই''
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৮ মার্চ, ২০১৩, ০১:০০:২৭ রাত
মা! মা! মা! অনেক মধুময় এই শব্দদ্বয়। এর মাঝে লুকায়িত আছে মনের আত্মতৃপ্তি, মনের সুখ অনুভুতি ও সব কষ্টের শান্তনার ভাষা। ক’দিন থেকেই আমার মনটা খুবই খারাপ। লিখতে বসতে পারছি না। লেখার ভাষাও যেন ভুলে গেছি।
ভুলে গেছি আপন সন্তানের যতনও, কেন জানেন? আমার মা অসুস্থ, নানা রকমের রোগ এসে বাসা বেঁধেছে আমার মায়ের শরীরে। আর এমন অবস্থার জন্য সব মানুষেরই মন খারাপ হয়। আজ অনেকদিন পরে লিখতে বসেছি, ভাষা খুজে পাচ্ছি না কি লিখবো?
তবে এই মূহুর্ত্বে মনে পড়ছে শুধু একটি কথা আর সে কথাই আপনাদের সবার কাছে জানাচ্ছি। কথাটি হল দোয়া চাই আপনাদের সবার কাছে এবং আপনাদের সবার মায়ের জন্যও সেই দোয়াটি, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আমলে ছলেহা করার তৌফিক দেন।
দুনিয়াতেও ঈমানের সাথে রাখেন এবং ঈমানের সাথে মৃত্যু দেন। সবার জন্য একই দোয়া। আল্লাহ কবুল করুন। ভাল থাকেন সবাই
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন