(রমাদ্বান আসর) আসুন রমাদ্বানের প্রস্তুতি নেই
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩১ মে, ২০১৫, ০৬:২১:৩৬ সন্ধ্যা
আসুন রমাদ্বানের প্রস্তুতি নিতে একে অপরকে সাহায্য করি।
শিক্ষার কোন বয়ষ নাই।
শিক্ষার আলোর শেষ নাই।
আসুন সবাই শিখতে যাই।
টুডে ব্লগকে পাঠশালা বানাই।
বি ডি টুডে ব্লগের সম্মানিত মডারেটর ও সকল ব্লগার ভাই ও বোনেরা আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সকলে সামনের রমাদ্বানের পূর্ব প্রস্তুতি গ্রহণে একে অপরকে সহযোগীতা করি। সকলেই একসাথে মিলে অধ্যয়ন করি আল কোরআন ও আল হাদীস। সাথে আরো পড়ে পড়ে জেনে নেই সাহাবা গণের শিক্ষামূলক জীবন কাহীনি ও ইসলামই সাহিত্য।
সম্মানিত সকল ব্লগার ভাইয়া ও বোনেরা আপনারা আগত রমাদ্বান মাসকে ঘিরে কার কেমন প্রস্তুতি তাই নিয়ে লেখা পোস্ট করুন। আর আমাদেরকে এই বিষয়ে শিক্ষকের ভূমিকা রাখবেন সম্মানিত ব্যক্তিত্ব সালাম আজাদী ভাইয়া ও মোঃ মাসুম সরকার আযহারী ভাইয়া। আর ফজলে এলাহি মুজাহিদ ভাইয়া! আপনারা আমাদের দিকনির্দেশনা দিন কিভাবে কি করতে হবে? কে কি বিষয়ে পোস্ট লিখবে আপনারা মন্তব্যে বা পোস্টাকারে পোস্ট করে জানিয়ে দিন। সন্ধ্যাতারাপু ও সাদিয়ামুকিমপু আপনারাও সহযোগীতার হাত বাড়িয়ে দিন। রমাদ্বানের বরকতকে সবাই যেন সহজে গ্রহণ করতে পারে। এই উছিলাতে যেন মহান আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল গুনাহ ক্ষমা করে দেন আমাদের প্রতিপালক। আল্লাহ সাহায্য করুন সবাইকে সর্ববিষয়ে।
ছবির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন গুগল মামুকে।
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন