Rose Roseহে নববর্ষ কেমন তুমি? Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৪ এপ্রিল, ২০১৫, ০৩:২৪:৫২ রাত



হে নববর্ষ তোমার প্রতি রইলো

আমার একটি উপদেশ!

ধরাইও না আর তুমি মানুষেতে

মন্দ লোকের বেশ!

ঈমান হারা করোনা'কো

আদম সন্তানেরে!

নিওনা'কো তাদেরকে আর

জাহান্নামের দ্বারে!

হে মুসলমান তোমাদের তরে

একটি উপদেশ!

ধরোনা'কো কভু তোমরা

শয়তানেরই বেশ!

আল্লাহ তা'য়ালাকে ভয় করিয়া

সামনে বাড়াও পা!

বেধর্মীদের কলংক দিয়া

বাড়াইওনা ঘাঁ!

আল্লাহকে ভয় করিয়া

চললে সৎ পথে!

নাজাত পাবে দোহাজানে

যাবে জান্নাতে!

আর কি চাই এরচেয়ে দামী

ভাবো আরেকবার!

সময় থাকতে ও ভাই বোনেরা

হও যে হুশিয়ার!

আল্লাহ রাসূল (সঃ) কে খুশি করে

পারো যদি যেতে!

একদিন না হয় নাইবা গেলে

বাংলা নববর্ষেতে!

হে নববর্ষ কেমন তুমি?

ঈমানহারা করো!

মনে রেখো সদা হে আদাম সন্তান

আল্লাহ সবচেয়ে বড়!

ছবির জন্য কৃতজ্ঞতা গুগল মামাকে

বিষয়: বিবিধ

৯০১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314785
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৪:০১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখাটির জন্য ধন্যবাদ! তবে ছবিটি লেখার সাথে মিলেনি!! মুর্তির ছবি ছাড়া ছবি দিলে ভালো হয়। আশা করি বিবেচনা করবেন।
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৩
255782
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ!
314786
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৪:০৩
আশাবাদী যুবক লিখেছেন : কবিতা আকারে এত সুন্দর লিখেছেন, মাশাআল্লাহ ৷
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৩
255783
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!
314787
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৩
কাহাফ লিখেছেন :
বিজাতীয় সংস্কৃতি মুসলিম সমাজে ভয়ানক ভাবে ঢুকে গেছে! আল্লাহ আমাদের কে হেদায়েত দান করুন!
সুন্দর আবেদনময়ী ছন্দ উপস্হাপনায় জাযাকিল্লাহু খাইরান!!
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৪
255784
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!
314801
১৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার Rose
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৪
255785
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০২
255864
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। ধন্যবাদ।
314812
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৩
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : মান্যবর মুসলিম ভাই-বোনেরা । বাংলাদেশের জনগণের ৯১% মুসলিম । কিন্তু মুসলিমরা অমুসলিম ও নাস্তিকদের সুদুর প্রসারী ষড়যন্ত্র ও কর্মকান্ডের কারণে আজ হিন্দুয়ানী শিরকী-কুফরী-শালীনতাবর্জিত ও ঈমানবিধ্বংষী বাংলা নববর্ষ পালন করছে । মুসলিমদের এই অবস্হা হতে বের হয়ে আসতে হবে । আর এই লক্ষ্যে মুসলিমদের ইসলামী নববর্ষ পালন করতে হবে । সারা বিশ্বে মুসলিমরা ইসলামী নববর্ষ পালন করে (সৌদি আরব ব্যতিক্রম ) । আমি ধারাবাহিকভাবে কীভাবে ইসলামী নববর্ষ সারা বিশ্বে পালিত হয় তা তুলে ধরবো । আজ আমি মালয়েশিয়ায় কীভাবে ইসলামী নববর্ষ পালিত হয় তা তুলে ধরেছি ।

আমরা কয়েক বছর ধরে বাংলাদেশে ইসলামী নববর্ষ পালন করছি । এবার আমরা ১৫ অক্টোবর ২০১৫ খৃস্টাব্দ মোতাবেক ১ লা মহররম ১৪৩৭ হিজরী তারিখ ইসলামী নববর্ষ পালন করবো । আশা করি আপনারাও আমাদরে সাথে একাত্মতা ঘোষনা করে নিজেদের ইমান ও আমলকে সুদৃঢ় করার পাশাপাশি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাসিল করবেন । বিস্তারিত জানার জন্য আমার এই লেখাটা পড়ুন : http://www.today-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/63998#.VSySy_D4bCA
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৫
255789
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! অনেক ধন্যবাদ!
314832
১৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার কবিতাটির জন্য অনেক ধন্যবাদ।
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৪
255786
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!
314838
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর লেখা। জারি গানের সূর শুনতে পেলাম।
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৫
255787
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!
314842
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৫
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক উত্তম লিখেছেন Happy
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৫
255788
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!
314866
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৫
আফরা লিখেছেন : চমৎকার কবিতাটির জন্য অনেক ধন্যবাদ আপু ।
১০
314913
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু, দেরী হয়ে গেল।
মনে রেখো সদা হে আদাম সন্তান আল্লাহ সবচেয়ে বড়!
এই কথাটি অন্তরে বসাতে পারলে নর্ববর্ষ পালন করতে মুসলরা ঘর থেকে রেবুতো না্। আল্লাহ তায়ালা মুসলমানদের সঠিক বুঝ দান করুক। আমীন।
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
255903
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ
উৎসাহ মূলক মন্তব্যের জন্য আপনার শুকরিয়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File