Rose Roseএকটি চিঠি তারপর আনন্দের ঢেউ মনে!! Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৮ মার্চ, ২০১৫, ০৯:১৯:৫৯ রাত

পৃথিবীতে কেউ প্রেম করে বিয়ে করে আর কেউ বিয়ে করে প্রেম করে! আমার কাছে বিয়ের আগে লুকোচুরি না করে বিয়ে করে সরাসরি প্রেম করাই ভালো মনে হয়! মহান আল্লাহ এত সুন্দর রীতি-নীতি নির্ধারণ করার পরও কেন যে মানুষ সে সুন্দর পথ থেকে বিচ্যুত হয়ে কবিরাহ গুনাহে লিপ্ত হয় আমার বুঝে আসেনা! নবীর সুন্নত মোতাবেক বিয়ে সম্পন্ন হওয়ার পর স্বামী-স্ত্রী হয়! একে অন্যের উপর অধিকার লাভ করে কতটা সুন্দর আল্লাহর বিধান সুবহানাল্লাহ! তখন গুনাহের ভয় থাকে না, থাকেনা লোকলজ্জার ভয়ও! কিন্তু আজকালকার ছেলে-মেয়েরা কি যে বুঝে আমি বলতে পারবোনা বাপু! আমার কাছে আল্লাহর বিধানটিই খুব ভালোলাগে! কোন গুনাহের ভয় নেই,লজ্জার ভয় নেই একেবারে সরাসরি আল্লাহ ও তার প্রিয় হাবীব (সঃ) এর সুন্নত পালন করে বিয়ে যেন সরাসরি আল্লাহর নবী (সঃ) র সার্টিফিকেট পাওয়ার মত! আমাদের বিয়েটাও হয়েছিলো আম্মু-আব্বু ও আত্মীয় স্বজনের সম্মতিতে! এবং বিয়ে সম্পন্ন হয়েছিলো নবী (সঃ) এর সুন্নতী পন্থায়! আমার বিয়ের মোহরানা দিয়েই বিয়ে সংঘটিত হয় আলহামদুলিল্লাহ! আমরা আল্লাহর ইচ্ছায় খুবই সুখে শান্তিতে আছি! মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিয়ে সে পথেই পরিচালিত করুন সবসময়!

মেরেজ ডে বা বিয়ে বার্ষিকী আমরা পালন করিনা কারন আমাদের প্রিয় নবী (সঃ) এমনটি করতেন না! এসব বিয়ে বার্ষিকীতে কেক কাঁটা আমাদের রসম নয় হিন্দু বা খ্রীষ্টানীয় রসম! তবে আমাদের প্রিয় নবী (সঃ) আমাদের শিক্ষা দিয়েছেন হাদীয়া (উপহার) লেন-দেন করো ভালোবাসা স্থাপিত হবে! এই কথার পেক্ষীতে আমরা একে অপরকে হাদিয়া দিতে ও নিতে পারি তবে দিন, তারিখ ধার্য করে নয়! যে কোন সময়ই একজন একজনকে উপহার বা হাদিয়া দেয়া যায়! উপহার পেতে কে না ভালোবাসে? সবাই উপহার পেতে ভালোবাসে! কেউ কেউ দিতেও ভালোবাসে! আমি পাওয়ার চেয়ে দিতে ভালোবাসি! তবে সব সময় দামী জিনিস দিতে পারিনা বলে মনে অনেক কষ্ট পাই!

মহানবী (সা.) ফুল ভালোবাসতেন! তিরমিজির একটি হাদিস থেকে ফুল উপহার দেয়ার বিষয়ে মহানবী (সঃ) এর পছন্দের কথা জানা যায়! তবে যাকে তাকে বা যেন-তেন উদ্দেশ্যে নয়! অবৈধ উদ্দেশ্য এবং নিয়তে কাউকে ফুল দেয়াও অবৈধ! পক্ষান্তরে বৈধ সম্পর্কের কাউকে সুন্দর নিয়ত বা উদ্দেশ্যে ফুল উপহার দিলে সে উপহার বয়ে আনবে পুণ্য। হযরত উসমান আন-নাহদি (রাযি) বলেন, রাসূল (সা.) বলেছেন- যদি কাউকে ফুল উপহার দেয়া হয়, সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা তা জান্নাত থেকে আনিত। রাসূল (সা.) এর অভ্যাস ছিল- কেউ তাকে ফুল উপহার দিলে তিনি তা ফিরিয়ে দিতেন না। (সহিহ বোখারী)

এরপর আসে সামর্থ থাকলে কেউ স্বর্ন জাতীয় উপহার দিতে পারে! তবে সেটা হতে হবে আন্তরিক ভাবে দেয়া উপহার! তাতে পাওয়ার আনন্দ অটুট থাকলো! আর যে দিলো সে ও খুশি মনে দিলো! পক্ষান্তরে আত্মীয়-স্বজন থেকে বা স্বামী থেকে স্ত্রী, বা কেউ জোর পূর্বক কিছু আদায় করে নিলো সেটা আর উপহার থাকেনা সেখানে প্রকৃত আনন্দ ও বিরাজ করেনা! আমার ও পছন্দ হলো তরতাজা সু-গন্ধী যুক্ত ফুল যে ফুলের সু-ঘ্রান মনের মাঝে সজীব ভালোবাসার উদয় করে! আর সাথে পছন্দ হলো আমার প্রিয় প্রিয় মানুষদের থেকে খুব সামান্য মূল্যের হলেও ছোট ছোট উপহার পাওয়া!

আর প্রিয়তম স্বামীর কাছ থেকে জোর করে নয় তার আন্তরিতায় পাওয়া ছোট্ট উপহার যা একটি ফুল-ই হোক না কেন বা তার হাতের লেখা কোন লেখাই হোক না কেন তাতে আমার মন ভরে যায়! আমি তৃপ্ততা বোধ করি আমার অন্তরের গভীরে! তেমনী এইবার আমার প্রানপ্রিয় স্বামীর কাছ থেকে পেয়েছি একটি উপহার! কিন্তু সেই উপহার আমার কাছে খুবই মূল্যবান! পৃথিবীর কোন কিছু দিয়েই সেই উপহারের তুলনা হবেনা! অলংকারই শুধু দামী নয় প্রিয়জনের উপহার ও দামী হয়! আর এর সাথে পেয়েছি ছোট ছোট ভাইবোনদের থেকে ছোট ছোট মেসেজ যা আমার ও আমার স্বামীর মনকে খুবই পুলকিত করেছে!

অনেক সময় খুব দামী কিছু দিয়েও মানুষের মনকে খুশি করা যায়না আবার ক্ষনেতে স্বল্প মূল্যের বস্তু পেয়েও মানুষের আত্মা প্রশান্তি লাভ করে! আরো পেয়েছি প্রতিবেশী ভাবীর কাছ থেকে একটি স্বর্নের আংটি! বর্তমানে আত্মীয়-স্বজন থেকে দুরে থাকি বলেই হয়তো বেশী অসহায় বোধ করি আর এই জন্যই কারো মেসেজ পেলে মন আনন্দে ভরে ওঠে! এই প্রবাস জীবনে যে বা যারাই আমাকে ও আমার পরিবারকে মনে করেছে ছোট্ট ছোট্ট উপহার দিয়ে বা মোবাইল থেকে একটি মেসেজ দিয়ে বা মূল্যবান জিনিস দিয়ে মহান আল্লাহ তাদেরকে ও সবচেয়ে মূল্যবান বস্তু দিয়ে খুশি করেন! আর সেটা যেন হয় পৃথিবীর সব বস্তু থেকে দামী ও মূল্যবান! এই মেরেজ ডে তে প্রিয়তম স্বামীর একটি চিঠি আমাকে খুবই আনন্দিত করেছে! আর আমি সেই আনন্দ একাকি রাখতে পারছিনা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই আমার বুক ভরা আনন্দের স্রোতকে সকলের অন্তরে!

প্রিয় লায়লা,

জীবনের পরিপূর্ণ সময়ে আমার ভালবাসার সেটুকু নিও, যেটুকু একজন বন্ধুর জন্য, একজন প্রেমিকার জন্য, একজন স্ত্রীর জন্য, একজন জীবন সঙ্গিনীর জন্য নির্ধারিত।

ইতি

তোমার নুসাইবাহ-নুসাইরার বাবা।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311514
২৮ মার্চ ২০১৫ রাত ০৯:৩৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আগে ফাষ্টু হই, না হলে গাজী কিন্তু এসে যাবে। মন্তব্য পরে আসছে...........
২৮ মার্চ ২০১৫ রাত ০৯:৫০
252588
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অল্পের জন্য মিস হয়ে গেল!!
তবু ১নং মন্তব্যের ঘরেই জায়গা করে নিলাম

Praying Praying Praying Praying Praying Praying
২৯ মার্চ ২০১৫ রাত ১২:৪৫
252617
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনাদের বগ্ল পড়া নিয়ে প্রতিযোগীতা সত্যিই মন কেঁড়ে নেয়! দুজনকেই অভিনন্দন বোনের পক্ষ থেকে! মহান আল্লাহ দুনিয়াতে যেভাবে আমাদেরকে আত্মার বন্ধনে বেঁধে রেখেছেন আখেরাতেও যেন এমনি ভাবে এক সাথে থাকার সুযোগ করে দেন! আমিন!
২৯ মার্চ ২০১৫ রাত ১২:৪৭
252618
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বিশেষ বিশেষ দিনে ছোট্ট উপহার ও অন্তরের প্রশান্তির কারন হয়ে যায়! আসুন আমরা ক্ষুদ্র বস্তু হলেও সবাই সবাইকে উপহার দেই আমাদের সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেই যেন আগামির প্রজন্ম আমাদের থেকে সত্যিকারের ভালোবাসা খুজে পায়! আল্লাহ সহায় হোন! আমিন!
৩০ মার্চ ২০১৫ দুপুর ০১:০৭
252852
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি ফাস্টু হওয়ার অবস্থাতেই ছিলাম, কিন্তু ইচ্ছে করেই ফাস্টু হই নি!!! একচেটিয়াভাবে সবসময় ফাস্টু হলে আমার ফাস্ত হওয়া নিয়ে সন্দেহের আঙ্গুল উঠবে যে!
৩০ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৫
252858
আবু জান্নাত লিখেছেন : শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মনে হচ্ছে। Waiting Waiting
৩০ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৯
252887
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ফাষ্ট হওয়া নিয়ে এত বিরোধের দরকার নেই! আমরা সবাই একটি গোলাপ গাছের অনেক কলি ও ফুল হয়ে ফুটে থাকতে চাই সব সময়! যাযাকুমুল্লাহ সবাইকে
311529
২৮ মার্চ ২০১৫ রাত ১১:০১
আবু জারীর লিখেছেন : অসাধারণ এক প্রাপ্তি যা হাজারো মূল্যবান উপহারের চেয়েও বেশী মূল্যবান।
এমন প্রাপ্তি কেবল ভাগ্যবতীদের ভাগ্যেই জোটে।
খুব ভালো লাগল।
ধন্যবাদ।
২৯ মার্চ ২০১৫ রাত ১২:৪৯
252619
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাই আবু জারীর আস-সালামু আলাইকুম! আপনার মন্তব্য পড়ে মনটাতে শান্তির পরশ বুলিয়ে গেলো! ভাইয়া ভাবীকে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট উপহার দেবেন! আর আমার সালাম পৌছবেন! মনে হচ্ছে আমার ভাবীও একজন ভাগ্যবতী!
311532
২৮ মার্চ ২০১৫ রাত ১১:২১
আবু জান্নাত লিখেছেন : হাদীসের অমূল্য বাণী ও আপনার জীবনের মূল্যবান সময় ও স্মৃতিগুলো জেনে অনেক ভালো লাগলো। আল্লাহ তায়ালা আপনাকে আমৃত্যু সুখে রাখুক। আমীন ইয়া রাব্বাল আলামীন।
২৯ মার্চ ২০১৫ রাত ১২:৫২
252620
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পারিবারিক জুটিদ্বয় একসাথে থাকার আনন্দই আলাদা! বিগত কষ্টের অবসান আর সাথে উপহার পাওয়া সত্যিই স্বপ্নের মত! পৃথিবীতে এর থেকে সুখ আর কি হতে পারে? আপনার দোয়ার সাথে আমিন! আপনাদের জন্যেও উনুরুপ দোয়া!
৩০ মার্চ ২০১৫ রাত ০৮:১৩
252919
আবু জান্নাত লিখেছেন : আপু, যদি কিছু মনে না করেন, তবে বলছিঃ আপনার নিকে অন্তত নুসাইবার একটি ছবিতো দিতে পারেন। ধন্যবাদ আপু।
311541
২৯ মার্চ ২০১৫ রাত ১২:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ মার্চ ২০১৫ রাত ০১:০৩
252622
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগা রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ
311566
২৯ মার্চ ২০১৫ সকাল ০৫:৪৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপুজ্বি! চমৎকার লাগলো পড়ে! সত্যি অনিন্দ্য অসাধারন বর্ননায় ঘেরায় পোস্টটি পড়ে মুগ্ধ হতে বাধ্য হতে হয়! আপু আপনার জীবনসংগী যিনি, আপনাকে এতো সুন্দর বোঝেন, অনুভব করেন আপনার আর কি চাই বোন? মাশা আল্লাহ!

আপনাদের দুজনের জন্য অশেষ দোআ, শুভেচ্ছা আর শুভকামনা রইলো! জাযাকিল্লাহু খাইর! Good Luck
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:২৯
252841
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম!
সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে যাযাকুমুল্লাহ!
311603
২৯ মার্চ ২০১৫ দুপুর ১২:১৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। আপনার হৃদয় নিংড়ানো অনুভূতি ও ভালোবাসা মিশ্রিত লিখাটি দারুণভাবে ছুঁয়ে গেল। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে পারস্পারিক এই শ্রদ্ধা ও চমৎকার আবেগঘন জান্নাতি সম্পর্ক অনেক ভালো লাগলো। আশাকরি অনেককেই প্রেরণা যোগাবে।

আপনাদের জন্য দোয়া ও শুভেচ্ছা রইলো।
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৩২
252843
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ওয়ালাইকুম আস-সালাম!
শুকরিয়া আপনার প্রিয় আপুমনি! আপনার দোয়ার সাথে আমিন!
311650
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৪
হতভাগা লিখেছেন : কোন এমপি বা মন্ত্রী স্কুল পরিদর্শনে আসলে যেভাবে প্রশংসা সূচক মানপত্র পাঠ করা হয় চিঠিটা সেরকমই মনে হয়েছে ।

আসলেই স্ত্রীকে তোষামোদী না করলে সংসারে শান্তি আসে না তা যতই শরীয়ত বিরোধী হোক না কেন।
৩০ মার্চ ২০১৫ দুপুর ১২:৩২
252844
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কি বুঝাতে চাইলেন ভাইয়া কিছুই বুঝলাম না! বুঝিয়ে বললে ভালো হতো!
313053
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৪
আশাবাদী যুবক লিখেছেন : অনেক তথ্যবহুল ৷ আপনাকে মুবারকবাদ এমন একটি লেখার জন্য ৷
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৫
254070
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার উৎসাহ মূলক মন্তব্য আমার আগামী দিনের পাথেয়......।
314506
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
সাদামেঘ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া আপুজ্বি। চমৎকার লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File