"অনুভূতি ও বিশ্বাসের প্রথম পাঠ"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৮ মার্চ, ২০১৫, ১১:২৮:১৫ রাত
মহান আল্লাহর প্রশংসা কেন করবো?
মহান আল্লাহ আমাকে কোন আরজু আবেদন ছাড়াই সৃষ্টির সেরা জীব মানুষ রুপে বানিয়েছেন। তিনি আমাকে বিষাক্ত কীট পতঙ্গ বা পশু-পাখি বা আরো নিকৃষ্ট প্রাণী বানাতেন পারতেন তিনি তা না করে আমাকে মানুষ বানিয়েছেন এবং সকল জীবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সেজন্যই মহান আল্লাহর প্রশংসা বর্ণনা করছি শুকরিয়ার সাথে আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর কাছে কোন আবেদন ছাড়াই আমাকে তিনি মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। যদি বেধর্মী বানাতেন তবে কবে কিভাবে আমার হেদায়াত হতো বা আদৌ কি হেদায়াত হতো কিনা সন্দেহ। তাই জন্মসূত্রে মুসলমান হওয়াতে মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ।
পৃথিবীতে মহান আল্লাহর আমাকে শয়তানের অনুসারীও বানাতে পারতেন কিন্তু তিনি তা করেন নি। বরং আমার কল্যাণের জন্য আমাকে প্রিয় হাবীব (সঃ) এর উম্মত করে পাঠিয়েছেন। এই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
আমি জানতাম না আমাকে কোন ধর্মে পাঠালে আমার উপকার হতো। আমার অজান্তেই মহান আল্লাহ আমাকে ইসলামই দ্বীন বুঝার তৌফিক দিয়েছেন এই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
আমি নিজেকে সরল সঠিক পথে পরিচালনা করার জন্য, আমার কল্যাণের জন্য মহান আল্লাহ রাসূল (সঃ) কে পথপ্রদর্শক হিসেবে পাঠিয়েছেন এই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
আমাকে হেদায়াত প্রাপ্ত হতে তার উপর অটল থাকতে আল-কোরআন দিয়েছেন আরএই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
আমার সামনে প্রিয় নবী (সঃ) এর উত্তম আদর্শ রেখেছেন যেন আমি প্রিয় নবী (সঃ) এর দেখানো পথে চলতে পারি এই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
এই পৃথিবীর সকল নেয়ামত দিয়ে আমার লালন-পালন করছেন, আমাকে হায়াতে ত্বয়্যিবা দিয়েছেন আর এই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
হে আল্লাহ আমি ক্ষুদ্রতা, অক্ষমতা, দূর্বলতা, অলসতা ও শয়তানের ওয়াস-ওয়াসার কারনে তোমার যতটুকুন প্রশংসা করা প্রয়োজন ততটুকুন করতে পারিনা বা যেভাবে প্রশংসা করা দরকার সেভাবেও করতে পারিনা তবে আমি চেষ্টা করে যাই তোমার প্রশংসা বর্ণনা করতে তুমি আমার সেই প্রচেষ্টাকে সেই প্রশংসাকে কবুল ও মঞ্জুর করে নাও তুমি যে আমার অন্তর্যামী।
এই পৃথিবীর আসমান-জমিন, আলো, বাতাস, পানি, মাটি, অক্সিজেন, তরু-লতা, গাছ-পালা, পাহাড়-পর্বত, ঝর্না, নদী-নালা, সবুজ ঘাস, আরো যা যা আছে সবকিছুই দিয়েছ মানুষের জন্য আর এসবের জন্য আল্লাহর কাছে কোন আরজু-আবদার করতে হয়নি। এই জন্যই মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
সকল প্রশংসা তোমার তরে।
সকল শুকরিয়া তোমার তরে।
সকল সিজদাহ শুধুই তোমার তরে।
তোমার মহিমা ঢেলে দাও আমার অন্তরে।
৭ই মার্চ ২০১৫
মদিনা মনোয়ারাহ সৌদি আরব
বিষয়: সাহিত্য
১৮১৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ সবাইকে উত্তমভাবে তার প্রশংসা ও শুকরিয়া আদায় করার তৌফিক দিন।
আমিন।
হিদায়াতী পোস্টটির জন্য শুকরিয়া!
আমিন ছুম্মা আমিন।
আপনি আমার ব্লগবাড়িতে আসলে আমার মনটা আনন্দে ভরে যায়। মহান আল্লাহ আপনাকে ও আপনির পরিবারকে সর্বাঙ্গীন ভাবে কল্যাণের সাথে রাখুন।
০ একটা বিশেষ পর্যায়ে গিয়ে স্ত্রীকে প্রহারের কথাও বলেছেন মহান আল্লাহ
***********************************************************
উপরোক্ত কথাগুলোর ব্যাপারে আপনার কি খেয়াল ?
পৃথিবীতে মহান আল্লাহর আমাকে শয়তানের অনুসারীও বানাতে পারতেন কিন্তু তিনি তা করেন নি। বরং আমার কল্যাণের জন্য আমাকে প্রিয় হাবীব (সঃ) এর উম্মত করে পাঠিয়েছেন। এই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
আমি জানতাম না আমাকে কোন ধর্মে পাঠালে আমার উপকার হতো। আমার অজান্তেই মহান আল্লাহ আমাকে ইসলামই দ্বীন বুঝার তৌফিক দিয়েছেন এই জন্য মহান আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ।
সত্যিই অসাধারণভাবে বলেছেন। মাঝে মাঝে আমি এসব ভাবি,আমরা কতটা ভাগ্যবান। কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করিনা। আপনি মদীনাতে থাকেন ? আমার খুব ইচ্ছা আল্লাহর রসূলের ভূমিতে থাকব। অন্তত সেখানে মাঝে মাঝে গিয়ে যদি কাটাতে পারতাম তাতেও শান্তি ছিল। আল্লাহ যেন আমার তাওফিক দেন
অসহায় বান্দা মোরা বেচে আছি তোমার দয়ায়।
اللهم لك الحمد كله و لك الشكر كله اليك يرجع الامر كله علانيته وسره, انت اهل ان تعبد و انت اهل ان تحمد وانت على كال شيئ قدير
اللهم لك الحمد حتى ترضى ولك الحمد اذا رضيت ولك الحمد بعد الرضا
মন্তব্য করতে লগইন করুন