প্রবীন বিদায়!
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৪৭:৩১ রাত
পৃথিবীতে অনেক লেখক ও কবি আছেন যারা পরিচিত পাঠক মহলে। আর অনেক মেধা সম্পন্ন ব্যক্তিও অপরিচিত। তাদেরকে কেউ চিনেনা, জানেনা এবং তাদের লেখাও প্রকাশিত হয়না খবরের কাগজ বা কোন মিডিয়াতে। এই সকল জ্ঞানী ব্যক্তিদের মেধা লুকিয়ে আছে তাদের জীবনের ডায়রীতে বা কোন পান্ডুলিপিতে। কখনো কখনো সময়ের ব্যবধানে কোউ কেউ তাদের মেধাকে বই আকারে প্রকাশ করতে পেরেছেন। আর কেউ কেউ তা ও করতে পারেন নি। তাদের লেখার মেধা সিমাবদ্ধ রয়েছে ডায়রীর পাতা বা পান্ডুলিপিতে।
তাই আমি ব্লগের সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করবো আপনার সাথে পরিচিত বা আত্মীয়-স্বজন বা বয়ষে বড় অনেকেই হয়তো এমন আছেন যাদের লেখার মেধা আছে কিন্তু প্রকাশ করতে পারছেন না বা নেট চালাতে পারেন না অথবা অনেক লেখা জমে আছে কিন্তু চোখে ভালো দেখেন না বলে টাইপ করতে পারেন না তাদেরকে আমরা যারা টাইপ করতে পারি বা এখনো সময় আছে অনেক লেখালেখি করার তারা যদি একটু সহানুভুতির হাতকে বাড়িয়ে দিয়ে তাদের লেখা গুলো ব্লগে উঠিয়ে দেই তবে আমার মনে হয় খারাপ হবেনা।
আমার একখালামনি খুবই ভালো লেখেন কিন্তু নেট চালাতে পারেন না এমন কি চোখেও ভালো দেখেন না। তিনি আমাকে খুব করে অনুরোধ করলেন তার লেখা গুলো ব্লগে পোস্ট করতে আমি এস বি ব্লগ ও বিসর্গ ব্লগে কয়েকটি লেখা পোস্ট করেও ছিলাম কিন্তু স্থান পরিবর্তনের কারনে পরে আর পেরে উঠিনি। আজ অনেক দিন পর নিজের ছাত্রী জীবনের কয়েকজনের লেখা পড়ে আবারও মনে হলো কত মেধা এভাবে লুকিয়ে আছে আমরা জানিনা।
এভাবে থাকতে থাকতে একসময় সবকিছুই বিলিন হয়ে যায়। কিন্তু কারো কারো লেখা কবিতায় এত সুন্দর ভাষা যে মুগ্ধ না হয়ে পারা যায়না। হতে পারে কারো কারো লেখা পড়ে মানুষের ঈমান তাজা হবে। হতে পারে কেউ বিপথ থেকে সৎ পথে আসবে। হতে পারে কেউ কেউ নবী (সঃ) এর অনুসারী হবে। হতে পারে কেউ আল্লাহকে চিনবে। তাই আমি অতি ক্ষুদ্র একজন সবাইকে অনুরোধ করছি আপনারাও আপনার আশেপাশের মেধা সম্পন্ন ব্যক্তিদের লেখাগুলো ব্লগে তাদের নাম পরিচয় দিয়ে পোস্ট করুন।
এতে করে সে উৎসাহিত হবে এবং আরো ভালো লিখতে পারবে। আর যাদের বয়ষ অনেক হয়ে গেছে তারা হয়তো তাদের লেখাটা ব্লগে পোস্ট হতে দেখে মনে প্রশান্তি লাভ করবে। এবং আমি বা আমরা সেই ব্যক্তিদের দোয়াও পাবো ইনশা-আল্লাহ। তাই আমি আমার এই নিক থেকে জানা কয়েকজনের লেখা পোস্ট করবো তাদের নাম দিয়ে। আজকে যে লেখাটি পোস্ট করবো সে লেখাটি কয়েকজনের সহযোগীতায় লিখিত তাই নিম্মে লেখা আছে সহযোগীতায় লিখিত।
জ্ঞান পিপাসায় পিপাসিত আদম সন্তান যারা
যুগে যুগে বের হয়েছে জ্ঞান তালাশে তারা।
কারন আল্লাহ পাকের কোরআনেতে এরশাদ হল যেন
জ্ঞান তালাশে একটি দল বের হবেনা কেন?
কোরআন হাদীস ঊসূল ফিকাহ এলেম অর্জন করে
বিদায় নিচ্ছি আমরা ক’জন যাবো অনেক দুরে।
ঐযে সূর্য ডুবে গেল শেষ হয়ে গেল বেলা
হঠাৎ যেন এসে গেল সবার বিদায় নেয়ার পালা।
শিক্ষা গুরুর ছায়া তলে ছাত্রী জীবন গেলো
কত মজার ছিলো আহা কত মজার ছিলো।
তাই চেয়ে ছিলাম ছাত্রী থাকতে সারাজীবন মোরা
সুখের জীবন পাইনা কোথাও ছাত্রী জীবন ছাড়া।
কতকিছু করেছি যে ছাত্রীবোনদের সাথে
আর কি পাবো এমন যুগটি জীবন চলার পথে?
আহাঃ আর কি পাবো এই জীবনে উস্তাদ গণের দেখা?
কেমন করে নিঠুর বিদায় এসে দিলো দেখা।
قا ل আর حد ثناআখবারনার তানে
ইসলামিয়া প্রকম্পিত রাতে এবং দিনে।
আহাঃ আর কি পাবো শুনতে মোরা হাদীস পাঠের গলা?
হঠাৎ করে এসে গেল বিদায় নেয়ার পালা।
শ্রদ্ধা ভাজন উস্তাদজীগণ ঘন্টা বাজার সাথে
প্রত্যেক হুজুর এসে যেত কিতাব নিয়ে হাতে।
আহাঃ সাগর মাঝে ডুবে গেল সুখের জীবন ভেলা
সুখের জীবন কাটিয়ে দিলাম করে অবহেলা।
মহামান্য শিক্ষাগুরুর শিক্ষা নীতির দিকে
ধীরে ধীরে ছাত্রী বোনেরা শিক্ষার দিকে ঝুকে।
এমন সময় বুঝে আসছে শিক্ষা নীতির দাম
যখন মোদের বিদায় দেওয়ার চলছে রে আঞ্জাম।
একটি কথা রেখে যাচ্ছি ছোট্ট বোনদের পাশে
তোমরাও ইহা বুঝতে পারবে বিদায় নেওয়ার শেষে।
তাই সময় থাকতে মূল্য দিয়ে লেখা পড়া করো
ইসলাম ধর্মের শিক্ষানীতি শক্ত করে ধরো।
মহামান্য শিক্ষাগুরুর স্নেহ মমতা ছেড়ে
সব যুগেই ছাত্রী বোনেরা বুঝলো ধীরে ধীরে।
এমন সময় বুঝে আসছে এই বিদায়ের দাম
যখন মোদের বিদায় নেওয়ার চলছে রে ধূমধাম।
আব্বু ছেড়ে আম্মু ছেড়ে, ছেড়ে আপন বাড়ী
এসেছিলাম এই বাগানে ছেড়ে আবাস ভূমি।
তাই সবার কাছে দোয়া চাই, চাই যে খালেস ক্ষমা
সবার স্মৃতি রাখবো স্বরন, রাখবো মনে জমা।
১৫ ই ডিসেম্বর ২০০৬
সহযোগীতায় লিখিত
বিষয়: সাহিত্য
১১৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার যার অবস্হানে থেকে একটু কষ্ট করে হলেও এমন সুন্দর আহবানে সাড়া দেয়ার আবেদন করছি!!
চমৎকার লেখা, অসাধারণ একটি কবিতা। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর ও ধন্যবাদ এই জন্য,যে আমার মত একজন পেলাম।
সবাই আমরা এটা চেষ্টা করতে পারি ৷
যারা কম্পিউটার চালাতে পারেন না তাদের কে এইভাবে সহায়তা করা যায়। পাশাপাশি কম্পিউটার চালান শিখানও জরুরি। প্রতিভার পুর্ন বিকাশ এর জন্য পরিচর্যা জরুরি।
মন্তব্য করতে লগইন করুন