কেন হয়?
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১১:৩০ রাত
মূর্তি তো ছোট্ট মাছির চাইতেও অধম
সামান্য জড় বস্তু।
মাছি যা করতে পারে মূর্তি তা পারে না।
কারন! মূর্তি তো অক্ষম জড়বস্তু।
আর! মানুষের সাথে তো মূর্তির আরও বেশী অগাধ পার্থক্য
মানুষ যা পারে, মূর্তি তা কখনোই করতে পারে না।
এমন কি সবচেয়ে বড় নেয়ামত
মহান আল্লাহ তা’য়ালাকে সিজদাহ!
তাও করতে পারে না।
আফছুছ! তবুও আখেরাতে মানুষের হিসাব হবে
কোন মাটির মূর্তির নয়।
তবে কেন মানুষ
আল্লাহ ব্যতীত মূর্তি পুঁজারী হয়?
২৭শে এপ্রিল ২০০৭
বিষয়: সাহিত্য
৯৪৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিশ্চয় তুমি মুর্তি পেলেও তাহারি দোকান ফাঁদিবে আজ।
হে আল্লাহ মু'মিন বানিয়ে ডাক দিও........।
অথবা , যেখানে আল্লাহই বলে দিয়েছেন যে একটা নির্দিষ্ট সীমা পার হলে স্ত্রীকে প্রহার করতে , সেখানে মনুষ্য আইন বানানো হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন করে ।
উভয় মনুষ্য আইনেরই বেনিফিশিয়ারী হল নারীরা ।
আল্লাহর বিধান কি যথেষ্ট মনে হয় নি তাদের কাছে ?
এটা কি আল্লাহর সাথে শরীক করা হয় ?
এটা কেন হয় ?
মন্তব্য করতে লগইন করুন