"আত্মার খোরাক হাদীস (১)"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৮:২৯ রাত
আজকে হাদীস পাঠ করতে গিয়ে কয়েকটি হাদীস পেয়েছি আমার খুবই ভালো লেগেছে। পড়ে দেখেন আপনাদেরও ভালো লাগবে হয়তো। আর হাদীস নিজের জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কেউ কেউ উৎসাহ পাবেন আশা করি। এজন্য আমার হাদীস পাঠ থেকে দুটি এখানে সবার সাথে শেয়ার করছি।
হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ দান-খয়রাতে সম্পদ কমেনা এবং ক্ষমা দ্বারা মহান আল্লাহ বান্দাহর ইজ্জত-সম্মানই বাড়িয়ে দেন। আর যে আল্লাহর উদ্দেশে বিনয়ী হয়,আল্লাহ তাকে উন্নত করেন।
(মুসলিম)
হাদীসের ব্যাখ্যাঃ- বর্ণিত হাদীসে আল্লাহর নবী(সঃ) বিশেষ ধরনের তিনটি গুণের কথা উল্লেখ করেছেন। দান, ক্ষমা ও বিনয়। কোন বস্তুবাদি
স্বল্প বুদ্ধির লোক হয়তো মনে করতে পারে যে, দান দ্বারা সম্পদ কমে যায়, ক্ষমা দ্বারা সম্মানের লাঘব হয় এবং বিনয় দ্বারা মর্যাদার হানি ঘটে। নবী করিম (সঃ) বলেছেন এরুপ নয় বরং এর বিপরীত। দান সম্পদ বৃদ্ধি করে, ক্ষমা সম্মান দান করে, আর বিনয় মানুষের মর্যাদা বৃদ্ধি করে।
হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ- একদিন রাসূলুল্লাহ (সঃ) জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে? হযরত আবু বকর (রাযিঃ) বললেন আমি। রাসূলুল্লাহ (সঃ) পুনরায় প্রশ্ন করলেনঃ- তোমাদের মধ্যে কে অদ্য জানাজার অনুসরন করেছে? হযরত আবু বকর (রাযিঃ) বললেন আমি। রাসূলুল্লাহ (সঃ) আবার প্রশ্ন করলেনঃ- তোমাদের মধ্যে কে আজ দারিদ্রকে খাদ্য দিয়েছে? হযরত আবু বকর (রাযিঃ) বললেন আমি। রাসূলুল্লাহ (সঃ) পুনরায় প্রশ্ন করলেনঃ- তোমাদের মধ্যে কে আজে রোগীর সেবা শুশ্রুষা করেছে? হযরত আবু বকর (রাযিঃ) বললেন আমি। অতপর রাসূলুল্লাহ (সঃ) বললেন এতগুলো উত্তম কাজের সমাবেশ যার মধ্যে ঘটে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।
(মুসলিম)
পরিশেষেঃ- পরিশেষে বলবো আমরা কি মহান আল্লাহর প্রিয় হতে চাইনা? প্রিয় হতে চাইলে এই হাদীসের বাস্তবায়ন করতে সচেষ্ট হই ও মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তৌফিক দেন। মহান আল্লাহ আমাদের সকলকে এই হাদীসের গুণাবলী বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আর কৃপনতা থেকে বাঁচিয়ে তার প্রিয়পাত্র বানিয়ে নিন। আর ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিন। আমরা যে আপনারই অবুঝ বান্দা বান্দি।
আমিন।
বিষয়: সাহিত্য
১১২৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর প্রিয় বান্দাহ মনেহয় আমরা প্রায় সবাই হতে চাই। কিন্তু সে অনুযায়ী আমল করতে গাফেল হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তাওফীক দিন কুরআন ও সুন্নাহর যথাযথ আমলের দ্বারা তাঁর প্রিয় বান্দাহদের অন্তর্ভূত হবার।আমিন
'হাদিস আত্মার খোরাক! সবার নয়। মুমিন মুসলিমের আত্মার খোরাক!'
দ্বীনি প্রয়োজনীয় বিষয়ে কলম ধরায় অনেক ধন্যবাদ ও জাযাকিল্লাহু খাইরান শ্রদ্ধেয়া আপুজ্বী!!!
আসবো আপনার ব্লগে ইনশা-আল্লাহ!
আর মদিনা সনদ চলা দেশের,নীতি হল ক্ষমা কথাটা ওভিধান থেকে মুছে দেওয়া। তারা ক্ষমার Culture থেকে বেরিয়ে আসতে চায়।
মহান আল্লাহ আমাদের সকলকে এই হাদীসের গুণাবলী বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন ।
জাযাকিল্লাহু খাইয়ান আপু।
মন্তব্য করতে লগইন করুন