হিসাব নিওনা
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ অক্টোবর, ২০১৪, ০৬:৪৪:০২ সন্ধ্যা
সবাই বলে তোমার তরে হে প্রভু আঁধার কবরে
হিসাব সহজ করিও
আমি বলি তোমার তরে হে প্রভু অনুগ্রহ করে
আমার আমলের হিসাব নাকরিও
হে আমার স্রষ্টা মালিক একটি হিসাব ও যদি
তুমি নাও গো আমার থেকে
কিভাবে বাঁচাবো নিজেকে তোমার কঠিন আযাব হতে?
হিসাব নিওনা তুমি কোন আদম সন্তান থেকে
সকাল সাঝের প্রার্থনা যতটুকুই করি আরাধনা
দয়া করে আমার থেকে হিসাব নিওনা।
একটি হিসাব নিলেও তুমি
তোমার আযাব থেকে আমরা বাঁচতে পারোবনা।
হে আমার মালিক প্রভু তোমাতেই ঈমান রাখি শুধু
চেষ্টা করি প্রিয় নবী (সঃ) এর পথে চলতে
সাথে আন্তরিক কামনা করি সকল আদমের তরে
অনুমতি দেবে তুমি- বিনা হিসাবে যেতে জান্নাতে...............।
১৫ই মার্চ ২০১৪
মদিনা মনোয়ারা
বিষয়: সাহিত্য
১০৯৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ পাক যেন সবাইকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করান আমিন।
সহমত আপনার সাথে।
হিসাব যতই সহজ করুক, আল্লাহপাকের সেই সহপজ হিসাব থেকেও কি পরিত্রান পাওয়া আমাদের জন্য সহজ হবে? তাই বিনা হিসাবের আর্জিটি-ই পারফেক্ট বলে মনে করি।
অনেক ভালো লিখেছেন। মনকে আপ্লুত করে দেয়।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন