Rose Rose"সোনা পরি" Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ আগস্ট, ২০১৪, ০৩:৩১:৩১ দুপুর

একটি দু'টি তিনটি করে চারটি বছর হলো

হাসি আর গানের কত স্মৃতি রয়ে গেলো!

যেদিন মোদের ঘরে এলো এইনা ফুলের কলি

সেদিন থেকেই অনেক ব্যথা গেলাম মোরা ভুলি!

আনন্দ আর হাসি গানে দিন যে গেলো চুপে

আমার আঁধার ঘরটা রশ্মি হলো সোনা পরির রুপে!

সোনাপরির কেমন করে চারটি বছর হলো?

হাসি আর আনন্দেতে চারটি বছর গেলো!

পিতা মাতার কত খুশি কেউ তো জানেনা

যেদির মোদের সোনাপরি বললো কালেমা!

পিতা মাতার প্রার্থনা সদাই আল্লাহরই তরে

সোনাপরি হয় যেন এধরাতে বড় আলেমা!

সকাল বিকাল প্রার্থনাতে একটি কথাই বলি

হে আল্লাহ তোমার পথে কবুল করো আমার বুকের কলি!

হয় যেন সে এই ধরাতে অনেক জ্ঞানী গুণি

তোমার খাতায় নাম লিখে দাও মস্ত বড় অলি!

সোনাপরিকে শান্ত করো তোমার কালাম দিয়ে

সে যেন দ্বীনের দায়ী হয় তোমার অনুগ্রহ নিয়ে!

দ্বারে দ্বারে পৌছবে সে তোমার নবী (সঃ) এর দাওয়াত

ভুল করলেও ক্ষমা করে দিও আবার হিদায়াত!

পিতার মাতার দোয়া নিয়ে অনেক বড় হও

সর্বদাই আল্লাহর পথে অটল অবিচল রও!

জীবন গেলেও মিথ্যা কভু এনো না'কো মুখে

সাদাসিদে জিন্দেগী নিয়ে কাটাবে অনেক সুখে!

কঠিন মসিবতেও তুমি ঈমান আঁকড়ে ধরে

জীবন দিতেও কুন্ঠিত হবেনা এক আল্লাহর তরে!

গর্বিত হতে চাই আমি দুনিয়া আখেরাতে

জান্নাতের টিকিট চাই তুমি (নেক সন্তানের) ঊছিলাতে!

৫ই মার্চ ২০১৪ মদিনা মনোয়ারা সৌদি আরব

বিষয়: সাহিত্য

১১৫৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253219
১১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
আফরা লিখেছেন : আল্লাহ আপনার দুয়া কবুল করুন ।আমীন ।
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৭
197328
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন সাথে আপনার জন্যেও কল্যানের দোয়া!
253221
১১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৭
197329
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালোলাগা রেখে যাবার জন্যে ধন্যবাদ আপনাকেও
253234
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৪
ভিশু লিখেছেন : আপনাদের সোনা-পরীটার জন্য রইলো অনেক অন্নেক দোয়া...Praying আপুজ্বি...Rolling Eyes হারামে গেলে আমার জন্য ১টু দোয়া করবেন কিন্তু, প্লিজ...Happy Good Luck ভালো থাকবেন, শুভেচ্ছা...Rose
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০০
197330
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন সাথে আপনার জন্যেও কল্যানের দোয়া! আর মসজিদে নব্বীতে গেলেই দেশ ও জনগণের জন্যে বিশেষভাবে দোয়া করি! আর ব্লগে যারা কলম সৈনিক তাদের জন্য তো আরো বেশী দোয়া করি কারন কলম সৈনিকদের প্রতিবাদি লেখা পড়ে অনেকের ঈমান তাজা হয়!
মহান আল্লাহ আপনার নেক ইচ্ছাকে পূর্ণ করুন!
আমিন ছুম্মা আমিন!
253251
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১২
আহ জীবন লিখেছেন : আপনার সন্তানদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
১২ আগস্ট ২০১৪ রাত ০২:০০
197457
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন সাথে আপনার জন্যেও কল্যানের দোয়া!
253252
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা .. অনেক ভালো লাগলো পড়ে।
১২ আগস্ট ২০১৪ রাত ০২:০০
197458
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালোলাগা রেখে যাবার জন্যে ধন্যবাদ আপনাকেও
253300
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : সোনামনির জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো।
১২ আগস্ট ২০১৪ রাত ০২:০০
197459
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন সাথে আপনার জন্যেও কল্যানের দোয়া!
253322
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
সন্ধাতারা লিখেছেন : I do pray for our sonamoni she can fulfil your dreams.
১২ আগস্ট ২০১৪ রাত ০২:০১
197460
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন সাথে আপনার জন্যেও কল্যানের দোয়া!
265194
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৪
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : এই কবিতাটি আমার অনেক অনেক ভালো লেগেছে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৮
209697
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার ভালালাগা আমাকে অনুপ্রানীত করেছে!
265946
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২০
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা অসম্ভব ভালো লাগলো পড়ে। অনেক অনেক ধন্যবাদ
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫০
209710
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও যাযাকিল্লাহ খাইরান!
১০
267380
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৮
সাদামেঘ লিখেছেন : আল্লাহ যেন আপনার সোনাপরিকে তার প্রিয়পাত্রী হিসেবে কবুল করেন! আর সকলের কল্যানে গড়ে ওঠে তার জীবন!
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
211562
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন আপনার দোয়ার সাথে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File