"সোনা পরি"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ আগস্ট, ২০১৪, ০৩:৩১:৩১ দুপুর
একটি দু'টি তিনটি করে চারটি বছর হলো
হাসি আর গানের কত স্মৃতি রয়ে গেলো!
যেদিন মোদের ঘরে এলো এইনা ফুলের কলি
সেদিন থেকেই অনেক ব্যথা গেলাম মোরা ভুলি!
আনন্দ আর হাসি গানে দিন যে গেলো চুপে
আমার আঁধার ঘরটা রশ্মি হলো সোনা পরির রুপে!
সোনাপরির কেমন করে চারটি বছর হলো?
হাসি আর আনন্দেতে চারটি বছর গেলো!
পিতা মাতার কত খুশি কেউ তো জানেনা
যেদির মোদের সোনাপরি বললো কালেমা!
পিতা মাতার প্রার্থনা সদাই আল্লাহরই তরে
সোনাপরি হয় যেন এধরাতে বড় আলেমা!
সকাল বিকাল প্রার্থনাতে একটি কথাই বলি
হে আল্লাহ তোমার পথে কবুল করো আমার বুকের কলি!
হয় যেন সে এই ধরাতে অনেক জ্ঞানী গুণি
তোমার খাতায় নাম লিখে দাও মস্ত বড় অলি!
সোনাপরিকে শান্ত করো তোমার কালাম দিয়ে
সে যেন দ্বীনের দায়ী হয় তোমার অনুগ্রহ নিয়ে!
দ্বারে দ্বারে পৌছবে সে তোমার নবী (সঃ) এর দাওয়াত
ভুল করলেও ক্ষমা করে দিও আবার হিদায়াত!
পিতার মাতার দোয়া নিয়ে অনেক বড় হও
সর্বদাই আল্লাহর পথে অটল অবিচল রও!
জীবন গেলেও মিথ্যা কভু এনো না'কো মুখে
সাদাসিদে জিন্দেগী নিয়ে কাটাবে অনেক সুখে!
কঠিন মসিবতেও তুমি ঈমান আঁকড়ে ধরে
জীবন দিতেও কুন্ঠিত হবেনা এক আল্লাহর তরে!
গর্বিত হতে চাই আমি দুনিয়া আখেরাতে
জান্নাতের টিকিট চাই তুমি (নেক সন্তানের) ঊছিলাতে!
৫ই মার্চ ২০১৪ মদিনা মনোয়ারা সৌদি আরব
বিষয়: সাহিত্য
১১৫৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আপনার নেক ইচ্ছাকে পূর্ণ করুন!
আমিন ছুম্মা আমিন!
মন্তব্য করতে লগইন করুন