"আহলান সাহলান হে মাহে রমাদ্বান"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৯ জুন, ২০১৪, ০৫:১৭:০৯ বিকাল
আলহামদুলিল্লাহ আমার জীবনের সবচেয়ে উত্তম রমাদ্বান মাস পালন করছি মদিনাতে! তারাবীহ পড়ছি মসজিদে নব্বীতে! পৃথিবীর জীবনের সবচেয়ে উত্তম ও বরকত সময় পার করছি! সবাই আমার জন্য দোয়া করবেন! যেন সারা বছরের অলসতা আর গোরামি থেকে বের হয়ে এই মাহে রমাদ্বানের হক্ব আদায় করতে পারি! মহান আল্লাহ যেন আমাদেরকে সহ সবাইকে সকল প্রকারের ছোট ও বড় গুনাহ থেকে বাঁচিয়ে রেখে মাহে রমাদ্বানের পূর্ণ হক্ব আদায়ের সুযোগ করে দেন! আর প্রত্যেকটা তারাবীহ নামাজকে রমাদ্বানের গুরুত্বসহকারে পড়ার তৌফিক দান করেন! সবার জন্যেও একই দোয়া!
বিষয়: সাহিত্য
১৩০৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কতইনা সৌভাগ্যবতী আপনি।
রমযানের শুভেচ্ছা!
মন্তব্য করতে লগইন করুন