"দামী করো"

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৬ মে, ২০১৪, ১১:২৬:৩০ রাত

এই জীবনের কোনই মূল্য নেই

পরিপূর্ণ ঈমান বিনে!

যত সুখ যত শান্তি আছে

সবই আল্লাহর হুকুম পালনে!

ঈমান পূর্ণ হলেই মু'মিন

না হলে বেঈমান!

ঈমান পেতে দিয়েছো বান্দাকে

তোমার বাণী আল-কোরআন!

এই জীবনকে দামী করো

তোমার এলম দান করো!

তোমার রাজির পথে চলতে আমায়

কামেল হেদায়াত নসীব করো!

তোমার পথে অটল ভাবে

চলতে চাই আমি!

তোমার পথেই চালিয়ে আমার

এই জীবন করো দামী!

১৫ মে ২০০৪

বিষয়: সাহিত্য

৯৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222414
১৬ মে ২০১৪ রাত ১১:৪৪
বিন হারুন লিখেছেন : ভাল লাগল. সুন্দর কবিতার জন্য Rose
১৮ মে ২০১৪ রাত ০২:২১
170186
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লাল গোলাপের ভালোলাগা দিয়ে মন্তব্য! পড়ে খুব ভাললাগলো!
222417
১৬ মে ২০১৪ রাত ১১:৪৬
নীল জোছনা লিখেছেন : এই জীবনের কোনই মূল্য নেই
পরিপূর্ণ ঈমান বিনে!
যত সুখ যত শান্তি আছে
সবই আল্লাহর হুকুম পালনে

অনেক সুন্দর একটা কবিতা পড়লাম সুন্দর হয়েছে ... অনেক ধন্যবাদ
১৮ মে ২০১৪ রাত ০২:২২
170187
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমার ব্লগে আপনাদের আগমন ও খুব ভালো লেগেছে! ধন্যবাদ মন্তব্যের জন্য
222428
১৭ মে ২০১৪ রাত ১২:০৪
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
১৮ মে ২০১৪ রাত ০২:২৩
170188
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনাকেও যাযাকিল্লাহ খায়ের! ইনশা-আল্লাহ লিখবো!
222472
১৭ মে ২০১৪ সকাল ০৫:৩৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকিল্লাহু খাইর। Rose Rose Good Luck Good Luck Rose Rose
১৮ মে ২০১৪ রাত ০২:২৪
170189
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনাকেও যাযাকিল্লাহ খাইরান ফিদ্দারইন!
Rose Rose Rose
222540
১৭ মে ২০১৪ দুপুর ১২:১৬
হতভাগা লিখেছেন : সুন্দর কবিতা

তবে এটাই বাস্তবতা




এখন সবাই এভাবেই নিজেকে দামী করে
১৮ মে ২০১৪ রাত ০২:২৫
170190
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : যে নিজেকে যেভাবে আল্লাহর সামনে প্রকাশ করতে চায় তার সেভাবেই চলা উচিৎ
225061
২৩ মে ২০১৪ বিকাল ০৪:০২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ঈমান পূর্ণ হলেই মু'মিন
না হলে বেঈমান!
ঈমান পেতে দিয়েছো বান্দাকে
তোমার বাণী আল-কোরআন!

এক কথায় দারুণ।
০৩ জুন ২০১৪ সকাল ০৯:২২
176550
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য আপনাকে মোবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File