"আমায় শেখাও"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৫ মে, ২০১৪, ০৫:৫৯:১৪ বিকাল
মন ভালনা আমার মন ভালনা
কি যে করবো বুঝিনা!
এমন সময় এলাম ধরায়
নবী (সঃ) কে তো পেলামনা!
কি যে করবো কিভাবে চলবো?
ভাবছি যে সদা!
সারাবেলা জপতে থাকি
হেদায়াতের পথ দেখাও হে খোদা!
দিক চিনিনা লোক চিনিনা
গড়বো জীবন কেমনে?
আল্লাহ তুমি চেনাও সবকিছু
বসে হৃদয় আসনে!
এই হৃদয়টা খোরাক পেল
কোরআন হাদীসকে পাথেয় জেনে!
একবাক্যে কোরআন হাদীসকে
তখনই নিয়েছি মেনে!
আল্লাহ আমায় পথ দেখালেন
কোরআন হাদীস দিয়ে!
ইচ্ছে করে সদাই থাকি
এসবকিছু নিয়ে!
আল্লাহ তুমি সদায় হয়ে
দাও আমাকে হেদায়াত!
শক্ত হস্তে ধরে রাখতে
রাসূল (সঃ) এর রেসালাত
আল্লাহ তুমি এই আমাকে
তোমার পথেই চালাও
তোমার রাজির পথে চলতে সবাইকে
খাটিঁ এলম শেখার তৌফিক দাও
২৭ শে এপ্রিল ২০০৩
বিষয়: সাহিত্য
১২৮০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার পথেই চালাও
তোমার রাজির পথে চলতে সবাইকে
খাটিঁ এলম শেখার তৌফিক দা
অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ ।
রাসূল সাঃ’র চরিত্র সম্পর্কে মা আয়েশা রাঃ কে জিঙ্গেস করা হলে তিনি বলেছিলেন ‘কানা হুলুকুহুল কুরআন’ অর্থাৎ পবিত্র কুরআনই তার চরিত্র। সো কুরআনের মাঝেই তো আমরা রাসুলকে পাবো। অনেক ধন্যবাদ।
দোয়া করবেন আমার জন্য যেন আরো সুন্দর করে লিখতে পারি।
মন্তব্য করতে লগইন করুন