"বন্ধন"

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩০ এপ্রিল, ২০১৪, ১২:৩১:৫৩ রাত



এই পৃথিবীর কেউ ভালনা

সবাই রটায় শুধু গুঞ্জন!

এমন এক পৃথিবী চাই আমি

যেখানে রবে শুধুই ভালবাসার বন্ধন!

যেখানে রবে কোরআনের বিধান

হাদীসের আলোকবর্তিকা!

যেখানে রবে মানবতা

ভাইয়ে ভাইয়ে মমতা!

যেখানে রবে ইসলামই শাষন

কোরআনের আমল!

যেখানের সকল মানুষ হবে

মু'মিন মুসলমানের দল!

যেখানের মানুষ কোরআন মেনে

চলে নিরাপদে-শান্তিতে!

তেমন একটি পরিবেশ দাও

সেই পৃথিবীতে!

এমন একটি শান্তির পৃথিবীর জন্য

করি আবেদন!

আমার মনের প্রার্থনাকে

করো তুমি গ্রহন!

আল্লাহ তুমি তোমার পথেই

রাখো আমার মন!

মানুষে মানুষে জড়িয়ে দাও

চির মানবতার বন্ধন!

১০ ই জুন ২০০৪

বিষয়: সাহিত্য

১১৮২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215117
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৫
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:১৩
163361
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : প্রস্তুত আছি! কিন্তু একার প্রস্তুতি কি করতে পারবে? আমাদের ঐক্যতা প্রয়োজন! আরো প্রয়োজন সঠিক পথপ্রদর্শনকারির! তবেই বিজয় সুনিশ্চিত ইনশা-আল্লাহ......।
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:১৫
163382
আবু সাইফ লিখেছেন : @Mujahid Billah : আপনার বয়স কত জানিনা!

তবে আবেগের ডানায় ভর করে জিহাদের আকাশে উড়তে তীব্র আকাঙ্খা- সেটা বিভিন্ন পোস্টে পনার মন্তব্য থেকে বুঝতে পারি!

ডানায় শক্তি অর্জনের আগেই উড়তে চাইলে পতন ও ধ্বংস নিশ্চিত!

তাই আমার অনুরোধ/পরামর্শ-
জিহাদের উপর খুব ভালোমত লেখাপড়া করে আগে নিজেকে তৈরী করুন যেন সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন!
জানবাজি রেখে মরতে আগ্রহী মানুষের অভাব নেই-
অভাব হলো উপযুক্ত নেতৃত্ব ও নেতার-

আমি চাই যে আপনি সে শূণ্যতা পূরণে কিছু করুন

আল্লাহতায়ালা আপনাকে আমার কথাগুলোর সঠিকভাবে বুঝতে সাহায্য করুন এবং জিহাদের ময়দানে একজন খালিদ বিন ওয়ালিদ হবার তৌফিক দিন!!


@মাহবুবা সুলতানা লায়লা: আমি আপনার নিয়মিত পাঠক, তবে অধিকাংশ সময় লগ-ইন ছাড়াই থাকি!

[অ.ট. শব্দ ও বানান...]
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৬
163641
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আবু সাইফঃ- কল্পনার আকাশে ভর করে নয় ঈমানের শক্তিতে শক্তি নিয়ে প্রস্তুত কিন্তু শতের কাছে দশক যেমন দূর্বল হাজারের কাছে শতক যেমন দূর্বল লক্ষের কাছে হাজার যেমন দূর্বল কোটির কাছে লক্ষ যেমন দূর্বল তেমনী দূর্বল বর্তমান মুসলমানেরা! তাই চাই সবার ঐক্যতার! সবার ঐক্যতা যদি থাকে তবে সেখান থেকে মহান আল্লাহ কাউকে না কাউকে নেতৃত্ব দেয়ার জন্য নির্ধারন করে দেবেন! মুসলমান সবার ঐক্যতা ও ঈমানি মনোবল একান্ত প্রয়োজন! আল্লাহ আমাদের মাঝে সেই ঈমানি শক্তি দান করুন আমি না হয় দেখবোনা সেই বিজয় কিন্তু আমার বংশধর তাদের পরের বংশধর..তাদের পরের বংশধর কেউ না কেউ পাবে তো সেই বিজয়ের দিনগুলো! আজকে আপনি আমি আমরা যদি মুখেও অন্তরেও প্রতিবাদি না হই আমাদের আগামিরা পাবে কোথায় এই ইসলামি দ্বীনের ছোঁয়া? আমাদেরকে ছোট ছোট হলেও কোরবানি করতে হবে এই পথে! এবং অন্তর থেকে প্রতিবাদি হতে হবে! আল্লাহ তো অন্তর দেখবেন এবং নেক নিয়্যতের উপরই আমলের প্রতিদান সুনিশ্চিত! ভুল বুঝবেন না আমার লেখা পড়ে.. আমি নারী! তাই মাঠে ময়দানে যেতে পারিনা ইনশা-আল্লাহ আমাদের মুসলমান ভাইয়েরা অগ্রগামী হলে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা তাদের কাজে সহযোগীতা করবো! আল্লাহ আমাদের নিয়্যতের মাঝে দৃঢ়তা, অটলতা দান করুন। আমিন.....।
215132
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:০০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ মে ২০১৪ রাত ০৮:৪০
165186
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ইসলাম মানেই সৌন্দয্যে পরিপূর্ণ পৃথিবী।
215154
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:২১
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৩
163668
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চমৎকার বলার জন্য ধন্যবাদ
215161
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
যা রটে তার কিছুনা কিছু তো বটে।
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৮
163643
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : যা ঘটে! তার চেয়েও বেশী রটে! কিছুটা তো বটে!! ঠিক বলেছেন!
215183
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৩
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৯
163644
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাললাগা রেখে উৎসাহ দেয়ার জন্য মোবারকবাদ
215202
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৪০
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২১
163648
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কি ভাই হারিকেন গতকয়েকদিন ধরে মদিনাতে মেঘ জমে চারিদিক অন্ধকার করে বৃষ্টি ঝরছে তখন হারিকেনের প্রয়োজন ছিল খুবই বেশী কিন্তু আপনাকে খোজ করে পাওয়া গেলনা! কোথায় ছিলেন?
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৩
163669
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনিতো আমাকে ভাঙ্গা ঝুঁড়ির ভেতর ফেলে রেখেছিলেনFrustrated আমি মনে করছিঃ এখন উনাদের বিদ্যুতের আলোর ভুবন, যেখানে আমার নেই কোন প্রয়োজন Crying Crying তাই মনের কষ্টের দরুন জড়োসড়ো হয়ে পড়ে থাকছিলাম Broken Heart
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
164290
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বিদ্যুৎ যেভাবে লোড শেডিং হয় তাতে হারিকেন সব সময়ই হাতের কাছে রাখতে হয়! এই হলো বাংলাদেশের অবস্থা! আর অন্যান্য অনেক দেশে লোহ শেডিং কি জানেই না! তাই হারিকেনকে পাশে পাশে থাকার অনুরোধ!
215425
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৭
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ''আকাশকে বানিয়েছো খুটি করে
জমিনকে দিয়েছো শস্য ভরে
তুমি কতো সুন্দর তুমি কতো সুন্দর
সূর্যকে দিয়েছো আলো করে
চন্দ্রকে দিয়েছে উদার করে
তুমি কতো সুন্দর তুমি কতো সুন্দর ''
আল্লাহর গুনগান লিখে কখনো শেষ করা যাবে না । আল্লাহ মাহন ।
অনেক সুন্দর লিখেছেন আপু । শুভ কামনা রইলো ।
০১ মে ২০১৪ রাত ০১:২৭
163938
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লিখতে পারি কিনা জানিনা তবে মনের একান্ত ভাবনাগুলো লিখে যাই... আল্লাহ যেন খুশি হোন আমার এই বোকামির জন্য....আমিন।
216409
০২ মে ২০১৪ সকাল ১১:৫৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আহত পাখিদের হৃদয়ের অনুভতি দিয়ে লিখা কবিতাটি নিরেট বাস্তবতাকেউ উঠিয়ে নিয়ে এসেছে। ভাল লাগার কবিতা। চারিদিকে মমতাহীন মানুষদের পদচারনায় মুখরিত সমাজ যেন কাঠফাটা রৌদের তীব্র দাহের মত।

মমতায় ভরা প্রিয় 'মা' আহত
কেঁদে ভাসায় বুক,
নেই কেউ পাশে শান্ত্বনা দেবার
কে শোনাবে অলীক সুখ!

বড় কঠিন বাস্তবতার এ শংকাময় শহরে আমরা ভাল নেই। ধন্যবাদ।
০৩ মে ২০১৪ রাত ০৮:৩৫
165184
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ঠিক বলেছেন মজুমদার ভাই.....। সবাইকে সববিষয় বুঝানো যায়না নিজের মত করে। আমি বুঝেছেন তাই আপনার কল্যান কামনা করি।
216449
০২ মে ২০১৪ দুপুর ০২:০৩
আফরা লিখেছেন : আপু এই পৃথিবীর কেউ ভালনা এটা কি ঠিক ?অবশ্যই কিছু ভাল মানুষ আছে যাদের কারনে এখনো পৃথিবী টিকে আছে ।আপনার মনের এই আকুল চাওয়া তাদের ও চাওয়া ।ধন্যবাদ আপু ।
০৩ মে ২০১৪ রাত ০৯:১৯
165196
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আফরা আপু; আপনার কথার যুক্তি আছে! কিন্তু সেই ভালোর তালিকায় গুটিকয়েকজনই ভালো! যাদের ভাল দিয়ে পৃথিবী টিকে আছে ঠিকই আর খারাপের সংখ্যা বেশী বলে নড়বড়ে ভাবে টিকে আছে। স্বাধীন নাম মাত্র! পরাধীনতার শেকলে আবদ্ধ সেই ভাল মানুষেরা আর বাকি যারা আছে আমি তাদের কথাই উল্লেখ করেছি। আসা করি বুঝাতে পেরেছি আমার বোনকে.....। কল্যানের কামনা আপনার জন্য বোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File