Rose"ছোট বোনের বিয়ে ব্লগ পরিবারের সবাই নিমন্ত্রিত"Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৯ এপ্রিল, ২০১৪, ০৭:৩১:৫২ সন্ধ্যা



আমার প্রানপ্রিয় ছোট বোনের বিয়ে আগামি আগামি শুক্রবার ২৫শে এপ্রিল! সবাই প্রান খুলে দোয়া করবেন আমার বোনটির জন্য যেন বিবাহিত জীবনে সুখি হয়। আমরা প্রবাস থেকে জানাই আন্তরিক দোয়া! চোখে তো দেখতে পারবোনা প্রান খুলে দোয়া করছি সুন্দর ভাবে সমাধা হয় যেন বিয়ের শুভ কাজটি আপনারাও আমার ছোট বোনটির জন্য প্রান খুলে দোয়া করবেন। আমার বোনটি আমার কত প্রিয় তা লিখে বা বলে বুঝানো যাবেনা। আমরা আট ভাই বোনের মধ্যে এই বোনটি আমার প্রানের মত প্রিয়॥ তাই বোনের বিয়েতে বোনের বিয়োগের মনের না বলা কষ্টগুলো ব্লগের সবার সাথে শেয়ার করছি। বোনের বিয়ের আনন্দ আর বিয়োগে কষ্টে আর আমার টাইপের গতি চলছেনা। তবে সবার কাছে অনুরোধ আমার বোনের জন্য দোয়া করতে ভুলবেন না।

বিষয়: বিবিধ

২৭১৫ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210231
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
158729
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দোয়া করবেন আমার বোনের জন্য
210239
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
নীল জোছনা লিখেছেন : নিজের বিয়া না হৈলেও পরের জন্য দোয়া করতে কোনো সমস্যা নেই। Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
158732
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মানুষ যখন হয়েছেন তখন আগে বা পরে বিয়ে হবেই ইনশা-আল্লাহ! আপনার জন্যেও দোয়া রইলো।
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
158734
নীল জোছনা লিখেছেন : বউ ছাড়া দুনিয়া আন্ধার Sad Crying
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
158749
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বিয়ে করে দুনিয়া আলোকিত করছেন না কেন? বিয়ে করলেই তো দুনিয়া আলোকিত হয়ে যায়।
210243
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : আমিও দোয়া করে গেলাম।
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
158750
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন। আপনার জন্যেও কল্যানের দোয়া।
210248
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ তাকে সুখী করুন।
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
158751
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন আপনার দোয়ার সাথে। আপনার জন্যেও কল্যানের দোয়া।
210249
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
ফেরারী মন লিখেছেন : অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। বোনটি আমার যেন স্বামীর ঘর উজ্জ্বল করে। Praying Praying Praying
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
158743
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন। আপনার জন্যেও দোয়া।
210295
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
আল্লাহতায়লা তাদের সুখ ও বরকত দিন।
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৭
158763
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে আমিন। আপনার জন্যেও কল্যানের দোয়া।
210327
১৯ এপ্রিল ২০১৪ রাত ১০:১৫
ঈগল লিখেছেন : শিরোনাম দেখে ভেবিছিলাম ভিতরে বোধহয় ঠিকানা দেওয়া আছে!! কিন্তু ঠিকানা কই গেল! দাওয়াতে যামু ক্যামনে?
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৩
158959
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ব্লগেই দেখা হবে ইনশা-আল্লাহ!
210338
১৯ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৩
ইমরান ভাই লিখেছেন : ইশ এত বিয়ে হচ্ছে, আমাদের হারিকেন টার একটা যদি হত।
দুআ রইল আল্লাহ সুস্ত ভাবে সবকিছু করুন আমীন
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
158961
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দোয়া থাকলো সকল অবিবাহিতরা বিবাহিত দলে সামিল হওয়ার" আমরাও চাই বিবাহিত দলের লোক বেশী হোক"
আর আপনার দোয়ার সাথে আমিন.....।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৬
158989
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying আমি ভুল করছি, প্রথমে যদি তোমার মতো অযোগ্য ঘটক না ধরতাম, এতদিনে হয়তো আমিও বিয়ে কর্তে পার্তাম Crying Crying Crying @ইমরান দাদা
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
159121
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হতাশিত হওয়ার দরকার নেই হারিকেনের
সময় হলে উঠতে চাঁদ" দেখবে সকল লোকে" বোন হয়ে বলছি শুধু আল্লাহর উপর ভরসা করে
আরেকটু ধৈর্য ধরতে"
210566
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্রিয়বোনটির জন্য অন্নেক অন্নেক দুয়া। হারিকেন বেয়েতে যাবে যাতে বিদ্যুৎ চলেগেলে আলোদিতে পারে। Give Up


সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমারটা কবে যে হবে Broken Heart Broken Heart Crying Crying আমি বিয়ে না হলে বিয়োগ হয়ে যাবো Broken Heart Broken Heart Crying Crying
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৯
159109
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : বিয়ে নিয়ে এত চিন্তা করবেন না! যখন আল্লাহর হুকুম হবে তখনই বিয়ে হবে ইনশা-আল্লাহ! আপনার জন্যেও অনেক অনেক দোয়া।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৫
159119
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপু দুষ্টুমি কর্ছিলাম Tongue Tongue সিরিয়াস্লি নিয়েন্না। আল্লাহ্ যদি আমার জন্য সঙ্গীনি সৃষ্টি করে থাকেন, আগে আর পরে অবশ্যই পাবো তাকে Winking তাইনা? Broken Heart
২১ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৮
159472
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হইনশা-আল্লাহ! হারিকেন আপু অব্যশই পাবেন। তবে দোয়া আপনার জন্য আল্লাহ মনের মত সঙ্গী মিলিয়ে দিন।
১০
210567
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বোনটির জন্য বিশেষ কিছু উপহার আমার পক্ষথেকে। আশা করি আপনি পৌঁছায়ে দিবেন।





কলহমুক্ত সুন্দর সুখের দাম্পত্য জীবন গড়েতুলার জন্যঃ- পারিবারিক জীবন বিষয়ক বই এর খুব ছোট্ট (সচিত্র) পর্যালোচনা (আপডেটেড্) পোস্টটি পড়ার অনুরোধ রইলো। কম্পক্ষে একটি বই পড়ে দেখুন, মেনেচলার চেষ্টা করুন, বিশ্বাসের ও স্বস্তির জীবনের আনন্দ উপভোগ করুন।




আরেকটি সুন্দর ভিডিও। (BEST WEDDING SONG! Maher Zain)


২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
159114
ইমরান ভাই লিখেছেন : হারিকেন, সব ঠিক আছে দুআ,বই সব ঠিক আছে কিন্তু তুমি আংটি পড়ার ছবি দিয়া দুআ দিলা কেন???? আংটি তুমি পড়াচ্ছো কেন???

তোমার মাথাটা গেছে...বিয়া পাগল হারিকেন Tongue Tongue Tongue
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৩
159115
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুবই সুন্দর উপহার! আপনার উপহারের জন্য আপনার অনেক অনেক শুকরিয়া!
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৭
159120
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আরে... তুমি এখানেও, কি করছো? Crying ওটাতো ভাইয়ার হাত, ছোট্টবোনের হাতে আংটি পরাচ্ছে! আমার হাত কয় দেখলা? @অঘটক ইমরানWorried
১১
210592
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০১
বশর সিদ্দিকী লিখেছেন : আজব। দাওয়াত দিলেন তো বলবেননা কোথায় প্রোগ্রাম হবে। আমরা গিয়ে দোয়া করে আসতাম। অনেক দিন ধরে বিয়া খাই না। একসাথে দোয়া এবং খাওয়া দুইটাই করে আসতাম। সকল ব্লগারদের পক্ষথেকে আপনার বোনের বিয়ের পুনার্ঙ্গ দাওয়াত দাবি করতেছি।
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
159209
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সবাই সবার মুখকে মিষ্টি করুন।

২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০১
159214
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সবাই সবার মুখকে মিষ্টি করুন। http://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/Taher10_1342603594_2-gulshan201205081336446361_30_গ্যান্ডারী_ভোগ.jpg[/img]
১২
211572
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৫৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন :

আপনার বোনকে আল্লাহ দুনিয়াতে সুখী করুন, আখিরাতে একই বন্ধুর হাত ধরে চলার তাওফিক দিন, আমীন Praying Praying Praying
যারা বাইরে থাকেন তাঁদের এই এক কষ্ট, চাইলেও দেশে যাওয়া যায়না, বরং মনে হয় যেতে যে খরচ সেটা পাঠিয়ে দিলে বরং বিয়েতে কাজে লাগবে। Worried
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫০
160101
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার উপহারে খুশি হয়েছি। আর আপনার দোয়ার সাথে আমিন। সুন্দর পরামর্শের জন্য আপনাকে মোবারকবাদ
১৩
212380
২৩ এপ্রিল ২০১৪ রাত ১০:০৭
shaidur rahman siddik লিখেছেন : দোয়া রইলো আপনার আদরের ছোট বোনের জন্য। কিন্তু আপনার মনের মাঝের লুকায়িত কষ্টে একটু কষ্টই লাগলো আমার॥
২৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৩
161303
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দোয়া থাকলো সকল অবিবাহিতরা বিবাহিত দলে সামিল হওয়ার" আমরাও চাই বিবাহিত দলের লোক বেশী হোক"
আর আপনার দোয়ার সাথে আমিন.....। সমবেদনা জানানোর জন্য আপনাকে মোবারকবাদ
১৪
213163
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
161330
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও
১৫
237733
২৩ জুন ২০১৪ রাত ০২:৪৮
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : দোয়া করি ,আল্লাহ তাকে সুখী করুন ।
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৬
186242
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমিন।
১৬
237745
২৩ জুন ২০১৪ রাত ০৩:২৭
ভিশু লিখেছেন : অনেক অন্নেক দোয়া রইলো তাঁদের জন্য!
Praying Praying
Good Luck Good Luck
Rose Rose
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৬
186243
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার দোয়ার সাথে ও আমিন!
১৭
239993
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:২৬
ছিঁচকে চোর লিখেছেন : অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো ............ Broken Heart Broken Heart Broken Heart Praying Praying Praying
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:৩২
186246
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ঠিক তাই ভাইজান! দুজন দুজনকে সঠিকভাবে বুঝতে পারলেই আসলে জীবনে সুখি হওয়া যায় সুখি করা ও যায়!
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:৪৩
186247
ছিঁচকে চোর লিখেছেন : সেরকম বুঝনেওয়ালা সখিই আমার জীবনে চাই। সেইজন্যই তো আমি সাতসমুদ্রর তের নদী পার হয়েও তাকে খুঁজি ফিরি নিরন্তর। পথ চলায় তাকে যে ভীষণ ভীষণ দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File