"আদি অনন্তের প্রার্থনা"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৭ এপ্রিল, ২০১৪, ০৭:৩৫:৫৯ সন্ধ্যা
আমার অন্ধকার অন্তরকে আলোকিত করতে
আল কোরআনই মাধ্যম।
আমার কলূসিত আখলাককে সুন্দর্য পূর্ণ করতে
আল কোরআনই উত্তম।
আমার অধিক নেক হায়াতের
মাধ্যম হল আল কোরআন।
হে স্রষ্টা মালিক আমার নেক কাজকে তুমি
করে দাও আরো বেগবান।
আল কোরআনই মাধ্যম
আমার ঈমানের মৃত্যুর তরে।
পরিপূর্ণ ঈমানের সাথে আমায়
ডাক দিও অন্ধকার ঘরে।
আল কোরআনই মাধ্যম
জাহান্নাম থেকে মুক্তি দিতে
আল কোরআনের মাধ্যমে
ইনশা-আল্লাহ যেতে পারি জান্নাতে
আল কোরআনের মাধ্যমে
আমি হতে পারি মু’মিন।
একমাত্র আল কোরআনই ঠিক করতে পারে
সকল মানুষের ঈমান একিন।
এই কোরআনের ঊছিলাতে
চাই যে সবার হেদায়াত
এথায় ঈমান ও হেদায়াতের উপর অটল রেখে
আখেরাতে দিবেন উত্তম জান্নাত
প্রার্থনা..............
হে আমার স্রষ্টা মালিক আপনার মহী-মাণ্বিত বাণীকে আমাদের জীবনের বাঁকে বাঁকে বাস্তব করে দিন।
আর আমাদেরকে কবুল করে নিন।
এই কোরআনের মাধ্যমে আমাদেরকে অনন্তকালের জান্নাত দিন। আমরা শূন্য আপনি মহা-মহীন।
কবুল করুন এই আদি অনন্তের প্রার্থনা নিদহীন।
১৫ ই মার্চ ২০১৪
মদিনা মনোয়ারা
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল কোরআনই মাধ্যম।
আমার কলূসিত আখলাককে সুন্দর্য পূর্ণ করতে
আল কোরআনই উত্তম।
একদম সত্যি কথা।
******************************
কবিতা আজ বিদ্রোহী-রক্তচক্ষ্যু দেখায়
নিরবতায় কেঁপে উঠে কবিতার হৃদয়
নিঃশব্দ চিৎকারে বলে হে ভীরু কবি
তুমি কবিত্বের সমাজে কলঙ্ক তিলক্,
মানবতার অবমাননার নিরব দর্শক
তোমায় ধ্বিক্কার হে পদলেহি কবি
কবিতায় তোমার চাটুকারিতার চাতুর্য্য
তুমি পদলেহন কর মানবতা বিরোধীর,
মানবতার গলাটিপে দাও শব্দের চাতুর্যে
তোমায় ধ্বিক্কার হে কবি শব্দচোরা
শব্দে শব্দে রচ মিথ্যার কথামালা
বিসর্যন দাও আত্মসম্মান হীন স্বার্থে,
কবি ধ্বিক্কার তোমায় ঘৃণার বর্ণমালায়
ধ্বিক্কার মজলুমের আর্তচিৎকারে-অভিসাপে
তুমি সময়ের নিরব খলনায়ক
বর্তমানের ভীরুতায় নিক্ষিপ্ত-
তুমি আস্তাকুড়েড় কিট্।
মন্তব্য করতে লগইন করুন