Rose Rose"নতুনের ছোঁয়া" Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৩ এপ্রিল, ২০১৪, ০২:৪৬:৫১ দুপুর

এজীবনে যেন নতুনের ছোয়া পাইনি

পাইনি সুন্দর অনুভব।

কষ্টেই যেন জীবনের মূল উৎস

কষ্টেরা মিলে তাই করে উৎসব।

আমার চিন্তাতে আমি সত্য

আমাতে নেই কোন মিথ্যার স্থান।

আমি যাযাবর হয়ে সাধিব

সকল মানুষের কল্যান।

মানুষের কল্যানে বৈরাগী হবো

ছাড়িব আপন ঘর।

আমার কাছে সবাই আপন

কেউ নয়তো পর।

বাংলার জমিনে আপনে আপনে

কেন যে এত লড়াই?

দু’দিনের জীবন পাইয়া তবে কেনে

ক্ষমতার এত বড়াই?

ক’দিন বাঁচবি ওরে মানুষ?

ক’দিন করবি বড়াই ক্ষমতার?

সব মানুষের ভেদাভেদ ভুলে

দাও এবার বিছিয়ে আঁচল মমতার।

সময় থাকতে সময়ের মূল্যায়ন

করো হে মানুষ যদি।

তোমার জন্য আসিবে মালিকের পক্ষ থেকে

সম্মান ও ক্ষমতার গদি।

আর যদি করো অবহেলা বা

ক্ষমতার অপব্যবহার।

জীবন তোমার যাইবে বৃথা

আর আখেরে পাইবেনা কিছু; করে অনেক হাহাকার।

সময় থাকতে ওরে মানুষ

কিতাবের (কোরআন) মূল্য বুঝ।

দিন থাকিতে ওরে পথিক

সঠিক পথ খোজ।

মিথ্যা অহংকার আর ক্ষমতার বড়াই ছেড়ে

তোমার শিরকে এবার নোয়াও।

পাইবে ক্ষমা, পাইবে নাজাত

পাইবে শান্তি নতুনের ছোঁয়াও।

ক্ষমতা আর মিথ্যাচারে জীবন চলে গেলে

একদিন তো যেতে হবে সকল কিছু ফেলে।

তাতে তো ক্ষমা হবেনা, লাভ হবেনা কেঁদে

সেই কথাটা ভাবোনা মানুষ সময় যখন পেলে।

আর কতদিন এভাবে চলবে?

চালাবে মানুষেরে?

সময় থাকতে এসো সবে

ঈমানের দিকে ফিরে।

এসোনা! সবার থেকে ক্ষমা চেয়ে নিয়ে

ইনসাফের রাজ্যকায়েম করি।

জুলুম আর অত্যাচার ভুলে

পৃথিবীকে আল্লাহর বিধান মতে গড়ি।

আল্লাহ ও রাসূলকে (সঃ) খুশি করতে পারলে

মানব মনে ঈমানের স্বাদ মেলে।

এসো না সবে শান্তির ছায়ায়

বাতিল আর সকল গোমরাহি ফেলে।

যতদিন ছিলাম গোমরাহিতে ততদিন তো বুঝিনি

কিসে যে শান্তি লুকিয়ে।

এবার হৃদয়ের চোখ খুলেছে

আল কোরআনে চোখ বুলিয়ে।

আমরা তোমরা সবে এসে এই পথে

আঁকরে ধরি শক্ত হাতে ইসলামেরই ঝান্ডা।

আরশ তলে জায়গা করি নিজের

হৃদয় করি ঠান্ডা।

এতদিনে পেয়েছি জীবন

পেয়েছি নতুনের ছোঁয়া।

হে আল্লাহ দাও গো হেদায়াত করো গো ক্ষমা

আমার এই শির যে তোমার কাছে নোঁয়া।

এসো এসো হে মুসলমান

এসো সবে ক্ষমা মুখি হই।

সবে মিলে একত্রে চাই যে ক্ষমা

আর নাজাতের কথা কই।

নতুনের ছোঁয়ায় রাঙিয়ে নিজেকেনাজাতের পথ ধরি।

যতদিন বেঁচে আছি ততদিন

সত্য ও সাদাসিদে জীবন গড়ি।

২১শে সেপ্টেম্বর ২০১৩

বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202084
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৮
মামুন আব্দুল্লাহ লিখেছেন : মিথ্যার ছড়াছড়ি
সত্য নিয়ে লুকোচুরি
অশ্লীলতায় ছেয়ে গেছে দেশটা ।
অনেক ধন্যবাদ ।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৯
153037
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মিথ্যার ছড়াছড়ি! সত্য নিয়ে লুকোচুরি! অশ্লীলতায় ভরে দেশটা! দেশটাকে নতুন করে গড়তে! আরেকবার শুধু আরেকবার! জীবন বাজি রেখে করি চেষ্টা!
হে আল্লাহ! আমার দেশের উপর রহম করো। আমিন..........ছুম্মা আমিন।
202090
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৯
ফেরারী মন লিখেছেন : নতুনের ছোঁয়ায় রাঙিয়ে নিজেকেনাজাতের পথ ধরি।
যতদিন বেঁচে আছি ততদিন
সত্য ও সাদাসিদে জীবন গড়ি।

আমার মনের কথা।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
153038
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : তাই"
আসুন সবাই নতুনের রঙে নিজেকে ও দেশকে রাঙাই...........।
202092
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১০
153039
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শুধু চমৎকার বললে না হবেনা রাঙাতে হবে সুন্দর করে সুন্দর রঙে......।
202113
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৩
153041
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাললাগা ও ভাললাগার রঙে বাঙালির জীবন। আল্লাহ সাহায্য করুন মুসলমানকে আমিন।
202154
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুন্দর তবে লম্বা I Don't Want To See
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৫
153042
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দরের প্রত্যাশা সবার! তাই আগামির বাংলাদেশ সুন্দরের আকাংখায় প্রার্থনা অচিড়েই যেন হয় বাংলাদেশ জালিম মুক্ত
আমিন॥
202227
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর বিষয়বস্তুর অনেক লম্বা একটি কবিতা! দারুন!
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৭
153043
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মনের ভাব যে যেভাবে প্রকাশ করতে পারে। আজকাল তো ভাই মনের আসল কথা বললে পুলিশের ডান্ডা খেতে হয় তাই লোকে সত্য গোপন করে মিথ্যাকে প্রকাশ ও প্রচার করে।
মহান আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দিন। আমিন।
202229
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
সুমাইয়া হাবীবা লিখেছেন : খুব দরদ দিয়ে লিখেছেন বোন। Happy Rose
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৮
153044
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের মত সুন্দর করে লেখার যোগ্যতা দেন। আমিন।
202578
০৫ এপ্রিল ২০১৪ রাত ০১:১১
স্বপ্নবাজ ও নষ্ট জীব লিখেছেন : সুন্দর হয়েছে...
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২০
153045
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দোয়া করবেন জীবনটাকে যেন উত্তম চরিত্র দিয়ে আরো সুন্দর করতে পারি। এখানে তো বেশি দিন নয়! আখেরের জীবন যেন সুন্দর হয়।
203835
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৬
সত্য কন্ঠ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
153164
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শুধু ভাল লাগা নয় সাথে দোয়াও চাই
১০
203845
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৪
অনুরাগ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
153165
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাললাগার সাথে দোয়ার করলে আরো ভাল লাগতো। আপনাকেও ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৮
153272
অনুরাগ লিখেছেন : আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ আপনাকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন ।আমীন ।
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
153529
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আমার জন্য যেসব দোয়া করেছেন আপনার জন্যেও তাই কামনা। আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File