"নতুনের ছোঁয়া"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৩ এপ্রিল, ২০১৪, ০২:৪৬:৫১ দুপুর
এজীবনে যেন নতুনের ছোয়া পাইনি
পাইনি সুন্দর অনুভব।
কষ্টেই যেন জীবনের মূল উৎস
কষ্টেরা মিলে তাই করে উৎসব।
আমার চিন্তাতে আমি সত্য
আমাতে নেই কোন মিথ্যার স্থান।
আমি যাযাবর হয়ে সাধিব
সকল মানুষের কল্যান।
মানুষের কল্যানে বৈরাগী হবো
ছাড়িব আপন ঘর।
আমার কাছে সবাই আপন
কেউ নয়তো পর।
বাংলার জমিনে আপনে আপনে
কেন যে এত লড়াই?
দু’দিনের জীবন পাইয়া তবে কেনে
ক্ষমতার এত বড়াই?
ক’দিন বাঁচবি ওরে মানুষ?
ক’দিন করবি বড়াই ক্ষমতার?
সব মানুষের ভেদাভেদ ভুলে
দাও এবার বিছিয়ে আঁচল মমতার।
সময় থাকতে সময়ের মূল্যায়ন
করো হে মানুষ যদি।
তোমার জন্য আসিবে মালিকের পক্ষ থেকে
সম্মান ও ক্ষমতার গদি।
আর যদি করো অবহেলা বা
ক্ষমতার অপব্যবহার।
জীবন তোমার যাইবে বৃথা
আর আখেরে পাইবেনা কিছু; করে অনেক হাহাকার।
সময় থাকতে ওরে মানুষ
কিতাবের (কোরআন) মূল্য বুঝ।
দিন থাকিতে ওরে পথিক
সঠিক পথ খোজ।
মিথ্যা অহংকার আর ক্ষমতার বড়াই ছেড়ে
তোমার শিরকে এবার নোয়াও।
পাইবে ক্ষমা, পাইবে নাজাত
পাইবে শান্তি নতুনের ছোঁয়াও।
ক্ষমতা আর মিথ্যাচারে জীবন চলে গেলে
একদিন তো যেতে হবে সকল কিছু ফেলে।
তাতে তো ক্ষমা হবেনা, লাভ হবেনা কেঁদে
সেই কথাটা ভাবোনা মানুষ সময় যখন পেলে।
আর কতদিন এভাবে চলবে?
চালাবে মানুষেরে?
সময় থাকতে এসো সবে
ঈমানের দিকে ফিরে।
এসোনা! সবার থেকে ক্ষমা চেয়ে নিয়ে
ইনসাফের রাজ্যকায়েম করি।
জুলুম আর অত্যাচার ভুলে
পৃথিবীকে আল্লাহর বিধান মতে গড়ি।
আল্লাহ ও রাসূলকে (সঃ) খুশি করতে পারলে
মানব মনে ঈমানের স্বাদ মেলে।
এসো না সবে শান্তির ছায়ায়
বাতিল আর সকল গোমরাহি ফেলে।
যতদিন ছিলাম গোমরাহিতে ততদিন তো বুঝিনি
কিসে যে শান্তি লুকিয়ে।
এবার হৃদয়ের চোখ খুলেছে
আল কোরআনে চোখ বুলিয়ে।
আমরা তোমরা সবে এসে এই পথে
আঁকরে ধরি শক্ত হাতে ইসলামেরই ঝান্ডা।
আরশ তলে জায়গা করি নিজের
হৃদয় করি ঠান্ডা।
এতদিনে পেয়েছি জীবন
পেয়েছি নতুনের ছোঁয়া।
হে আল্লাহ দাও গো হেদায়াত করো গো ক্ষমা
আমার এই শির যে তোমার কাছে নোঁয়া।
এসো এসো হে মুসলমান
এসো সবে ক্ষমা মুখি হই।
সবে মিলে একত্রে চাই যে ক্ষমা
আর নাজাতের কথা কই।
নতুনের ছোঁয়ায় রাঙিয়ে নিজেকেনাজাতের পথ ধরি।
যতদিন বেঁচে আছি ততদিন
সত্য ও সাদাসিদে জীবন গড়ি।
২১শে সেপ্টেম্বর ২০১৩
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্য নিয়ে লুকোচুরি
অশ্লীলতায় ছেয়ে গেছে দেশটা ।
অনেক ধন্যবাদ ।
হে আল্লাহ! আমার দেশের উপর রহম করো। আমিন..........ছুম্মা আমিন।
যতদিন বেঁচে আছি ততদিন
সত্য ও সাদাসিদে জীবন গড়ি।
আমার মনের কথা।
আসুন সবাই নতুনের রঙে নিজেকে ও দেশকে রাঙাই...........।
আমিন॥
মহান আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দিন। আমিন।
মন্তব্য করতে লগইন করুন