''প্রত্যাশা আমার''
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৪ মার্চ, ২০১৪, ০৮:২১:১৪ রাত
‘’প্রত্যাশা আমার’’
বান্দার সকল চেষ্টার যখন শেষ
মহান আল্লাহর দান তখনই শুরু।
এই কথাটা বলেছিলেন
আমার একজন গুরু।
বাস্তবেও তাই পেলাম আমি
অনেক ছবরের পরে।
এক আল্লাহর প্রতিই সকল আস্থা
লুকায়িত আমার অন্তরে।
আমি যেন সব কাজেতে একমাত্র
করি তোমার প্রতি ভরসা।
একামত্র তোমার তরেই পেশ করি আমি
অন্তরের সকল প্রত্যাশা।
ভুল করে ভুল পথে
পা বাড়াই যখনই
ভালবেসে কাছে টেনে
হেদায়াত দিও তখনই
তোমাকে বিশ্বাস করি
বিশ্বাস করি তুমিই শক্তির আঁধার।
ঈমানের সাথে মৃত্যু দিও
এই তো প্রত্যাশা আমার।
১৫ই মার্চ ২০১৪
মদিনা মুনোওয়ারা
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ভালো লাগলো....
ধন্যবাদ
এই তো প্রত্যাশা আমার।
মন্তব্য করতে লগইন করুন