সবাই কেমন আছেন?

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১৯ মার্চ, ২০১৪, ০৫:৫৫:৪৭ সকাল

সবাই কেমন আছেন?

ব্লগের ভাই বোনেরা সবাই কেমন আছেন? অনেকদিন আপনাদের মাঝে আসতে পারিনি তবে মিস করেছি পরিচিত সবাইকে ......................................................................................................................................................

.

.

.

.

.

কয়েকজনের নাম না বললেই নয়.... যারা সুন্দর ভাষা দিয়ে, কল্যানের দোয়া করেছেন আমার জন্য তাদেরকে মনে করি একান্তে প্রার্থনার সময়...

১/ সূর্যের পাশে হারিকেন।

২/ ভিশু

৩/ আবু জারিফা ( সিটিজি৪বিডি)

৪/ পলাশ৭৫

৫/ ফজলে এলাহি মুযাহিদ

৬/ প্রবাসী শাহিন আবদুল্লাহ

৭/ সাদিয়া মুকীম

৮/ সুমন আখন্দ

৯/ লোকমান

১০/ জেদ্দা থেকে নুরে আয়েশা সিদ্দিকা

১১/ সায়িদ মাহমুদ

১২/ প্রবাসী মজুমদার

এভাবে আরো অনেকেই দোয়া করেছেন আমার জন্য এবং আপনাদেরকেও আমি খুব মিস করছি প্রবাসে এসে। আপনাদের খবরাখবর জানাবেন। সবাই ভাল থাকুন....................

.

.

.

.

দোয়া করবেন এখন থেকে যেন নিয়মিত হতে পারি। সকলের জন্য কল্যানের দোয়া রইলো।

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194502
১৯ মার্চ ২০১৪ সকাল ০৬:২৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : জানতাম ! তবে প্রতিবেশীকে ভুলে যাওয়া ঠিক নয় ! যাগগে, ভাল আছেন এটাই অনেক ভাল।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৪২
145161
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভুলে যাইনি কাউকেই তবে কম্পিউটর সমস্যায় ছিলাম যে কারনে ব্লগে আসতে পারিনি তবে মিস করেছি সবসময়। আল.....লাহ এক মহৎ হৃদয়ের ভাই কম্পিউটর দিয়ে সহযোগীতা করেছেন মহান আল্লাহ উনাকে উত্তম যাযা দিন এপারে ওপারে.........।
আমাকে ও মনে রেখেছেন জেনে ভাল লাগছে।
194514
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:২৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যাজাকুমুল্লাহু খাইর। আমাকেও মনেরেখেছেন জেনে ভীষণ খুশি লাগতেছে আপু। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন মামণি/ভাইয়া সহ আপনাদের সবাইকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন, রহম করেন এবং সকল জায়েজ ও মুবাহ ইচ্ছাগুলো পূরন করেদেন -- এই দুয়াই রইলো প্রভুর কাছে। Praying Praying আমার জন্যও দুয়া করবেন।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৪
145164
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়া ও মহান আল্লাহর রহমতে খুব ভাল আছি। আর আপনার জন্য ও তাই যা আমার জন্য করেছেন। আমিন।
194520
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আমাকে মনে রাখার দরকার নাই, কারণ আমি আপনাকে মনে রেখেছি, আপনার জন্য শুভকামনা রইল।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৭
145168
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : গতরাতেই মাত্র পেলাম কম্পিউটর হাতে তাই অল্প কথায় সবার খোজ নিতে চেয়েছি,, মনে তো আরো অনেককেই পড়ে তবে তাদের নাম উল্লেখ করা হয়নি তাতে কি? এখন সবার সাথে মত বিনিময় হবে প্রতিদিন ইনশা-আল্লাহ
194545
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৫
দ্য স্লেভ লিখেছেন : আপনার জন্যে দোয়া রইল। লেখাটি দেখার পর মনে হল এই নামে একজন ব্লগার ছিল। ...আশাকরি নিয়মিত হবেন...জাজাকাল্লাহ
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৮
145169
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মনে রেখেছেন জেনে ভাল লাগলো। আল্লাহ আপনাকেও উত্তম যাযা দান করুন আমিন।
194667
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ফিরে আসায় স্বাগতম। নিয়মিত হোন। জাজাকাল্লাহ। Rose Rose Rose Rose
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৯
145170
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আলহামদুলিল্লাহ! সবার মাঝে আসতে পেরে। ইন.....।লাহ নিয়মিত হবো। যাযাকুমুল্লাহ খায়ের।
194735
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : ???????????????
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
145256
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসছি তো আবার সবার মাঝে নিয়মিত ও ইন..............লাহ
195233
২০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
প্রবাসী মজুমদার লিখেছেন : নিয়মিত ব্লগ পদচারণায় মুখরিত কোন একজন ব্লগার হঠাত করে হারিয়ে গেলে খারাপ লাগে। এটি সাহিত্যর ভালবাসা। অনুভুতি। সে্ই অনুভুতির মানুষটা ফিরে আসায় শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৭
146290
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার শুকিয়ার সাথে আমিন। আপনাকেও যাযাকাল্লাহু খাইরান।
195438
২০ মার্চ ২০১৪ রাত ০৯:১৪
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইর।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এই কামনা করি।
আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
146292
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার জন্যেও যাযাকাল্লাহু খাইনার ফিদ্দারইন। আর আপনার দোয়ার সাথে আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File