Shame On You Shame On You ''কেউ কারো নয়'' Shame On You Shame On You

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৬ ডিসেম্বর, ২০১৩, ১১:০৩:০৯ রাত

‘’কেউ কারো নয়’’

এই ধরাতে কেউ কারো নয়

সত্য কথাই ভাই

বিপদে বন্ধুর পরিচয় মেলে

সবখানেতে তাই

ভাই কে আর বন্ধু কে

প্রয়োজনে পরিচয়।

বন্ধু কি আর সে হয়?

যে বিনিময় চেয়ে লয়?

বন্ধুর মত বন্ধু হলে

আপনের চেয়েও আপন।

পূর্ণ করে সদাই সবার

কঠিন কঠিন প্রয়োজন।

ভাই বলো বন্ধু বলো

চায় সবাই বিনিময়।

এভাবে কি একে অপরের

চির আপন হয়?

যখন বাস্তবে বিপদের মুখে

তখন প্রকৃত বন্ধু হয়ে আসেনা কাছে।

এমন ভাই বন্ধুর পরিচয়

সত্যিকারই মিছে।

সত্যিকারের বন্ধু শুধু

আল্লাহ রাসূল (সঃ) ই হয়।

আল্লাহই প্রকৃত বন্ধু

এছাড়া পৃথিবীতে কেউ কারো নয়।

১৩ই অক্টোবর ২০১৩

বিষয়: বিবিধ

১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File