‘’আর দেখতে পারছিনা এই নির্মমতা’’

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৬ মে, ২০১৩, ০৪:০০:৫৩ বিকাল

এইমাত্র পাওয়া খবর; আল্লামা শফীকে জালেমেরা গ্রেফতার করেছে কিছু সময় আগে। গতকাল পুলিশ বিজিবি মিলে ঘেরাও করে রেখেছে তাকে, সমাবেশে যেতে দেয়নি কোনা ভাবে আর আজকে তাকে গ্রেফতার করেছে সাথে আরো কয়েকজন নেতা কর্মীকে। হে আমাদের প্রতিপালক আপনি তাদের জীবনের জিম্মা নিন। ঢাকার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। যারা সত্যের বাহক তারাই যুগে যুগে আহত হয়েছে, নিহত হয়েছে, করেছে পঙ্গুত্ব বরণ। তবুও তারা সৎ পথ থেকে পিছু হটেনি মহান আল্লাহর রেজামন্দি খুজেছে জীবনের শেষ বেলা পর্যন্ত। একটু পর কি ঘটবে বাংলাদেশে তা জানে শুধুই মহান আল্লাহ! আজকের সকল আবেদন শুধুই সেই সত্তার কাছে যিনি গড়েছেন, লালন পালন করেছেন, কথা বলা শিখিয়েছেন, এবং জমিনে শক্তি ভরে চলার সুযোগ করে দিয়েছেন। কি হবে তুমিই জানো মাবূদ; তুমিই এর উত্তম ফায়সালা করো। হে আল্লাহ! আর এই নির্মম হত্যা কান্ড দেখতে পারছিনা, তুমি আর বসে থেকোনা নিবর দর্শকের মত এবার কিছু একটা করো। হে আল্লাহ .........হয় পৃথিবীর বুক থেকে বাংলাদেশকে চিরতরে মুছে দাও নয়তো সত্যের বিজয় দাও

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File