‘’আবেদনের সবটুকুই আল্লাহর কাছে’’
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ১১ এপ্রিল, ২০১৩, ০৮:০০:৩৮ রাত
জানতাম মুসলমান ভাই ভাই!!
তাই সব মুসলমানের কল্যান চাই!!
কি হল আজি সব মানুষের?
ভুলে গেছে কে পর কে কাছের?
কিন্তু বাস্তবতার দিকে তাকালে দেখি বিপরীত সবকিছু। মানুষে মানুষে সেই আগের ভালবাসা নেই, আন্তরিকতা নেই, নেই মানবতা বোধও। যাদের থেকে শিখবে প্রজম্ম, তারা শিখায় মিথ্যা, বানোয়াট, ও নানান রকমের ছলাতুরি ও মিথ্যা ইতিহাস। তাহলে আগামি কি করে শিখবে সঠিক তথ্য? কি করে জানবে মহাসত্য? যারাই একাজের জন্য অগ্রসর হয় তাদেরকেই মিথ্যারবেড়া জালে আবদ্ধ করা হয়।
আজকে মনটা খুবই খারাপ কারন হিসেবে বলব একজন সত্যনিষ্ঠ ব্যক্তির অকষ্মাৎ গ্রেফতারের খবর জেনে। আজকের মহা ঘটনা হল সত্যের বাহক, বর্তমান বাংলার মহানায়ক, কলমের সেবক ও জনগণের বন্ধুকে বর্তমান ক্ষমতাধরেরা গ্রেফতার করেছে এবং মিথ্যা ও বানোয়াট মামলায় ১৩দিনের রিমান্ডে দিয়েছে। একজন সত্যের বাহকের যদি এই পরিণতি হয় তবে বুঝতে হবে বর্তমানে এদেশে কোন ন্যায় বিচারক নেই।
যারাই আছে তারা ন্যায় বিচারক নয়, তারা কলমের অপব্যবহারকারী। তারা সত্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, তারা সত্যকে গোপন ও মিথ্যাকে চান প্রচার করতে। তবে উপরে একজন আছেন যিনি সকল ক্ষমতাধরের বড় ক্ষমতাধর, যার হাতে কল্যান ও অকল্যানের চাবিকাঠি তিনি দেখছেন এবং ফায়সালা করবেন, যেইদিন সেই মহান সত্তার ফায়সালা ব্যতীত আর কোন ফায়সালাকারী থাকবেনা।
আর সেইদিন কেউ অবিচারও পাবেনা। সেই মহান সত্তার কাছে আবদনের সবটুকুই, আজকের এই সময়ে এসে শুধুই দোয়া করছি বাংলার সত্য প্রকাশকের জামিনদারী নেয় যেন মহান আল্লাহ তা’য়ালা! আর এদেশে ইসলামই সম্মানের পতাকা উড্ডীন হয় যেন অচিরেই শুধু দোয়া আর আবেদনের সবটুকুই মহান মহীয়ান আল্লাহর কাছেই। আমিন আমিন আমিন।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন