ফুল চোর

লিখেছেন লিখেছেন মেরাজ ২৪ নভেম্বর, ২০১৪, ০১:১৫:১৬ রাত

সেদিন সম্ভব আব্বু রোজা রেখেছিলেন, মাগরিব নামাজের পর পরই তিনি দুধ ভাত খাচ্ছিলেন খেজুর দিয়ে। আধা কাচা খেজুর আব্বুর অনেক প্রিয়।

সন্ধ্যায় আমরা ভাইয়ারা যে যার মতো পড়ছি। আমি তখন ক্লাস নাইন - টেনে পড়ি। কোন কথা নাই বার্তা নাই হঠাৎ আব্বু এসে এক থাপ্পড় লাগালেন নাকে মুখে চোখ শুদ্ধ; ‎চোখে‬ তারা দেখা হয়ে গেল। কিছু একটি বুঝার আগেই আরো কয়েকটা থাপ্পড় খেয়ে বেকুব বনে গেলাম। তারপর তিনি ডাইনিং রুমে চলে গেলেন অতপর প্লেটের ঝনঝন শব্দ… … …

একটু পর আম্মুকে জিজ্ঞাসা করলাম আমাকে এতো নির্দয়ের মতো মারলো কেন; বাসা থেকে বের করে দিলেই হয় এইরকম করে মারতে হয় নাকি?!?

আম্মু বললেন তোর বাবা যখন খেতে বসলেন তখন পাশের বাড়ির হিন্দু মেয়েরা এসে বিচার দিয়ে গেছে তুই নাকি নামাজ থেকে ফিরার পথে সেই বাড়ির নতুন চারা গাছের ফুল নিয়ে এসেছিস, কাল পূজাতে দিবে বলে তারা মান্নত করে রেখেছিল। সেই জন্য তুকে মেরেছে- তারপর আম্মুর লেকচার আমাকে আর কত জ্বালাবি কেবল তোর জন্য তোর বাবার কাছে ছোট হয়ে থাকতে হয় আরো কত কি।

বেসিনে গিয়ে মুখ ধুয়ে সোজা সে হিন্দু বাড়িতে গিয়ে সেই চারা গাছটাকে এক টানে উঠিয়ে শিকড় গুলো উপরের দিকে রেখে কিছু ডালপালা মাটি চাপা দিয়ে আসি।

ব্যাস সকালে হৈ হোল্লা শুরু- আর হিন্দু বাড়ির মেয়েদের কত অনুনয়(!) বিনয়ী ভঙ্গিমায় ‪মেরাজ‬ তোমার কোন ফুলটা লাগবে একবার শুধু বলে দিও আমরা বাসায় দিয়ে আসবো।

তারপর থেকে ফুলের আর অভাব হয়নি… … …

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287393
২৪ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৬
কাহাফ লিখেছেন :

ফেরেস্তা সুরতের সেই শৈশব-কৈশোরের ভয়ংকার শয়তানীপনা দিন গুলো নস্টালজিক অনুভূতি বিলীন করে এখনো!
ফেলে আসা সোনালী ক্ষণকে একটু হলেও সামনে আনায় অনেক ধন্যবাদ ও শুভ কামনা!
অনেক অনেক ভাল লাগা ছড়িয়ে গেলাম উপস্হাপনার জন্যে!! Time Out Time Out Thumbs Up Thumbs Up Rose Rose
২৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩২
231375
মেরাজ লিখেছেন : হাতুড়ি পিডা করে ভাল লাগাPraying
২৫ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৩
231442
কাহাফ লিখেছেন :

কৈশোরের দস্যিপনায় মৃদু শাসন আর কী.....!!!Praying Praying
287414
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৯
নাছির আলী লিখেছেন : হিন্দু বাড়ির মেয়েদের দরবেশ বাবা মেরাজ ভাই আপনার কৈশোরের ফুল চোরির কথা পড়ে, কাহাফ ভাইয়ের ডাব চোরির কথা মনে করিয়ে দিলেন।(আপনার প্রথম মন্তব্য কারি কাহাফ ভাই) আমিও কিন্ত................। ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
২৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
231376
মেরাজ লিখেছেন : কাহাফ ভাই ডাব গাছে উঠতো আর আমি নিচে হিন্দু বালিকা পাহারা দিতাম
বেগতিক দেখলে ভু দৌঁড় আর কাহাফ বেচারা কাদোঁ কাদোঁ চেহারা নিয়ে ফিরে আসতো Crying Don't Tell Anyone
২৫ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৪
231443
কাহাফ লিখেছেন :

চেহারায় আনাড়ীঁ ভাব বলে আপনার এমন ধারণ! ভূ দৌঁড় দেয়ার লোক নই আমি!!Winking Winking
287925
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
ফখরুল লিখেছেন :


288088
২৬ নভেম্বর ২০১৪ রাত ১২:৩০
লোকমান লিখেছেন : চোরের শাস্তি এমনটাই হওয়া উচিৎ ছিল। আপনার আব্বাকে ধন্যবাদ যথার্ত বিচার করার জন্য।
তবে আমি ছোট কালে খুব ভালো মানুষ ছিলাম যেমনটা এখনো আছি I Don't Want To See I Don't Want To See তবে মাঝে মধ্যে অন্যের গাছের আম আর লিচু নিজের মনে করে না বলে ছিড়ে খেতাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File