মুসলিম নয় মুনাফিক তুই, রাসুলের দুশমন"-কবি নজরুল

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৪ নভেম্বর, ২০১৪, ০১:২৮:০৯ রাত

মুরতাদ লতিফ সিদ্দিকি আজ 23.11.2014 রবিবার রাতে দেশে ফিরেছে, হযরত শাহ জালাল আন্তজার্তিক বিমান বন্দরে কলকাতা থেকে ঢাকা আসে, তাকে গ্রেফতার করার আদালতের নির্দেশ থাকা সত্বেও তাকে গ্রেফতার করেনি। মুরতাদ লতিফ সিদ্দিকি রাত 9.30 মিনিটে বিমান বন্দর থেকে তার বাসায় ফিরে। পুলিশি নিরাপত্তায় , দেশে মুরতাদের কোন শাস্তি না থাকায় নির্ভয়ে দেশে ফিরতে সাহস করলো ,

রাসুলের অপমানে যদি কাঁদেনা তোর মন,

মুসলিম নয় মুনাফিক তুই,

রাসুলের দুশমন"

--- কবি নজরুল

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287388
২৪ নভেম্বর ২০১৪ রাত ০৩:২২
নাছির আলী লিখেছেন : সত্যিই দুঃখজনক বিষয়, প্রায় ১৬ কোটি মুসলমানের এই দেশে কুলাংকারটা প্রবেশ করতে সাহস পেয়েছে শুধু নাস্তিক মার্কা সরকার থাকার কারনে। আসুন আমরা ঈমানি শক্তি বৃদ্বি করে নাস্তিকদের কাল হাত ভেংগে দেই।
287428
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫৫
হতভাগা লিখেছেন : তাহলে তসলিমাকে আর দেশের বাইরে রাখা কেন ?
287450
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৩
জেলপেন লিখেছেন : ✘লতিফ কাযযাবী
287525
২৪ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা আসলে তাই। না হলে এই অবস্থায় ও চুপ করে বসে আছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File