৬৭ জন সহকারী জজের মধ্যে ২৩ জনই হিন্দু অন্তরালে কি?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৪ নভেম্বর, ২০১৪, ০১:৩৮:১৭ রাত
স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে সবাই নিয়োগ পেলে আমাদের খুশির কথা। হোক সে যে কোনো ধর্মের।
কিন্তু যখন অনিয়ম এবং বিশেষ সুবিধা দিয়ে নিয়োগ দেয়া হয় , তখন হাজার প্রশ্ন দেখা দেয়।
৬৭ জন সহকারী জজের মধ্যে ২৩ জনই হিন্দু
অন্তরালে কি?
=======
১) ২৩ জন হিন্দুর মধ্যে ২ জন ছাড়া বাকি কেউ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাননি,
২) ২৩ জন হিন্দু অফিসার নিয়োগের তালিকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে,
৩) ২৩ জন হিন্দু অফিসারের নিয়োগ চুড়ান্ত করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যার প্রধান হচ্ছে একজন জুডিশিয়াল কিলার ও ভারতের এজেন্ট খ্যাত আপিল বিভাগের বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা,
৪) নিয়োগকারী সংস্থা 'জুডিশিয়াল সার্ভিস' কমিশনে ৫ জন সদস্যের ২ জনই হিন্দু। এই কমিশনের আরেকজন হিন্দু সদস্য হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিশ্বজিত চান্দা,
৫) কমিশনের অন্য সদস্য এটনি জেনারেল মাহবুবে আলম সহ এসব হিন্দুরা মিলেই পুরো বিচারবিভাগকে হিন্দুকরন করেছে। এজন্যই ভেঙ্গে পড়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা।
নিয়োগকারী সহকারী জজরা হলেন,
সুব্রত ঘোষ শুভ-ময়মনসিংহ, মল্লিকা বসাক-চাঁপাইনবাবগঞ্জ, উপেন্দ্র চন্দ্র দাস-ঠাকুরগাঁও, পার্থ ভদ্র-দিনাজপুর, মানিক দাস-চুয়াডাঙ্গা, নয়ন বড়াল-যশোর, মো. আব্বাস উদ্দীন-নরসিংদী, মৈত্রী ভট্টাচার্য-কুমিল্লা, অমিত কুমার বিশ্বাস-নীলফামারী, রত্না সাহা-দিনাজপুর, সবুজ পাল-সিরাজগঞ্জ, অনুতোষ চন্দ্র বালা-দিনাজপুর, রূপন কুমার দাশ-দিনাজপুর, অনামিকা চৌধুরী-হবিগঞ্জ, বিশ্বেশ্বর সিংহ-চাঁপাইনবাবগঞ্জ, শংকর কুমার বিশ্বাস-নওগাঁ, ধীমান চন্দ্র মণ্ডল-দিনাজপুর, ধ্রুব জ্যোতি পাল-যশোর, পাপিয়া নাগ-কক্সবাজার, রাজীব কুমার দেব-হবিগঞ্জ, সুস্মিতা আহমেদ-পিরোজপুর, ঝুমু সরকার-গাজীপুর, ফানি ফারজানা-সিলেট, তানিয়া ইসলাম-চাঁদপুর, প্রবীর কুমার দাস-যশোর, শেখ সাদী রহমান-বাগেরহাট, ফারহানা খান-জয়পুরহাট, মুরাদ জাহান চৌধুরী-মুন্সীগঞ্জ, হরিদাস কুমার-নওগাঁ, মো. মামুনুর রশিদ-গোপালগঞ্জ, সমির মল্লিক-মাগুরা,জুবাইদা রওশন আরা-নীলফামারী, মো. গোলাম মাহবুব খাঁন-বগুড়া, নাহিদ আকতার জুলিয়েট-বগুড়া, দেবাংশু কুমার সরকার-ঠাকুরগাঁও, কামরুল নাহার-ব্রাহ্মণবাড়ীয়া, নওরিন মাহবুবা-মুন্সীগঞ্জ, ফাতেমা বেগম মুক্তা-ব্রাহ্মণবাড়ীয়া, মারুফা আহমেদ-লালমনিরহাট, ফারজানা ফারুক-গাজীপুর, রায়হান চৌধুরী-নড়াইল, ইসরাত জাহান-খুলনা, মেহেদী হাসান-কক্সবাজার, মো. তারেক আজিজ-কুড়িগ্রাম, আলিফ রহমান-বাগেরহাট, মো. হাদিউজ্জামান-কুড়িগ্রাম এবং হোসনে আরা বেগম-নারায়ণগঞ্জ, শিরিন সুলতানা-খুলনা, মো. আরিফুল ইসলাম-পঞ্চগড়, এসএম মাহফুজ আলম-বগুড়া, মো. হেলাল উদ্দিন-রংপুর, ফারজানা শাকিলা সুমু চৌধুরী-হবিগঞ্চ, এএসএম আনিসুল ইসলাম-বগুড়া, অলরাম কাজী-লীলফামারী, শারমিন রীমা-ব্রাহ্মণবাড়ীয়া, মো. জাহিদ হাসান-চাঁপাই নবাবগঞ্জ, কহিনুর আক্তার-নোয়াখালী, রেজওয়ানা আফরীন-কুষ্টিয়া, জিহান সানজিদা-চট্টগ্রাম, মো. জাহিদ হোসাইন-নওগাঁ, রোকেয়া আক্তার-চাঁদপুর, তানজিলা মরিয়াম-চট্টগ্রাম, ফাতিমা খাতুন-নীলফামারী, মো. তাওহী-আল-আজাদ-নড়াইল, মুক্তা পারভীন-কুড়িগ্রাম, শারমিন আক্তার পিংকি-দিনাজপুর, মো. সুমন হোসেন-নওগাঁ, ফানি ফারজানা-সিলেট, তানিয়া ইসলাম-চাঁদপুর ।
বিষয়: বিবিধ
১৮৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
ইসলাম ধর্মে নাকি কোন বৈষম্য নেই। এখানে মালিক-ক্রিতদাস, মনিব-গোলাম, আরব-অনারব, কালো-ধলা, মুসলিম-অমুসলিম এ কোন পার্থক্য নেই। এটাই তো আপনারা দাবি করেন, নাকি?
কিন্তু যখন অনিয়ম এবং বিশেষ সুবিধা দিয়ে নিয়োগ দেয়া হয় , তখন হাজার প্রশ্ন দেখা দেয়।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : যোগ্যতার কথাই যখন বলছেন তো মুস্লিমদের অবস্থা খুব করুন। ১.৬ বিলিয়ন মুসলিম স্বচ্ছ সযোগ্যতার বিচারে কয়টি নোবেল পুরুস্কার পায়?মাহফুজ মুহন সহজ হিসাব বুজতে কষ্ট হয় কেন আমাদের প্রিয় বাংলাদেশ এক আজিব দেশ কুতায় ও পাবেন্নাহ , না গনতন্ত না রাজতন্ত বাংলাদেশ হচ্ছে কারও বাপের কারও স্বামীর ?
মন্তব্য করতে লগইন করুন