চেতনা মধুর হয়ে যায়
লিখেছেন লিখেছেন মেরাজ ২৭ মার্চ, ২০১৪, ১২:৪১:১০ রাত
চেতনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও ।।
মুখের কথাই হই যে রাজাকার,
তুমি যদি কও ।।
চেতনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।
শাহবাগে রাত যে হয় ভোর,
কাটে না তাই নেশার এই ঘোর ।।
গাজাঁর ধোঁয়াই স্বর্গ, তুমি যদি চাও ।।
চেতনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।
যেদিন জেনেছে এই মন,
চেতনাই আমার সব
সেই থেকে যা পেয়েছে সে,
সবই যে তোমার ।।
কত কল্কি ভেঙে গিয়ে তাই,
দেখি তেতুল যেদিকেই চাই ।।
দুঃখ হয় প্রীতি বাধা যদি দিয়ে যাও ।।
চেতনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।
মুখের কথাই হই যে রাজাকার,
তুমি যদি বলো ।।
চেতনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কান্দিয়া কান্দিয়া
যাইব সারাটা জীবন
কান্দে কেন মন পাগলারে...
হোয়াঠ ইএ খোহিনসিডেন্ট!!!
তবে চেতনা বেশি মধুর হইলে অচেতন ও হয়ে যেতে পারেন।
মন্তব্য করতে লগইন করুন