স্বাধীন হওয়ে ও আজ পরাধীনতার শীকলে বাধা !

লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ২৭ মার্চ, ২০১৪, ০১:৩০:৪৩ রাত

স্বাধীনতা নাকী পরাধীনতা

স্বাধীনতা ? স্বাধীনতা কি শুধু শহীদ মিনারে ফুলেল তুরা দেওয়ার নাম ? স্বাধীনতা কি রাস্তার মুড়ে মুড়ে ঢুল বাজনা করার নাম? স্বাধীনতা কি শুধু দেশ স্বাধীনতা,? জাতী স্বাধীন হবে কবে? তাহলে কেন আজ দিকে দিকে শুনাযায় কিশুর-কিশুরী মরছে গুলিখেয়ে বাংলার ঐ পান্থে। তাহলে কী স্বাধীন হল আমাদের এদেশ ও জাতী? জাতীর বিবেক কেন আজ মেধা শুণ্য হচ্ছে দিনে দিনে। কেন স্বাধীন দেশে নাস্তীক,মুরতাদ বারছে দিনে দিনৈ। তাহলে কিসের এই স্বাধীনতা। যে জায়া-জননী মুখ খুলেতে পারেনা, স্বাধীন হয়ে চলতে পারে না রাস্তা ঘাটে. কলেজ, ইউনিভার্সিটিতে।তাহলে কেন স্বাধীন দেশের স্বাধীন নাগরীক মুফতী ওয়াক্কাসের মত শত শত মজলুম জেল হাজতে মরছে দুখে দুখে। কেন স্বাধীন যুবক পংঙ্গু হচ্ছে রাস্তার মুড়ে। তাহলে কেন স্বাধীন দেশের স্বাধীন নাগরীক মুফতী ফজলুল হক্ব আমিনী (রঃ) এর মত আলেম পরাধীনতার মত গৃহবন্ধী হয়ে মরতে হয় কুরে ঘরে দুখে দুখে। আজ কেন আমাদের স্বাধীনতা আমাদের কে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করছে। স্বাধীন দেশ থেকে স্বাধীন মজলুম জনতা যদি বাক শক্তি ব্যক্ত না করতে পারল সেই ৫মে রজনীতে তাহলে কিসের এই স্বাধীনত।পরের গুলামী করে যদি চলতে হয় আজীবন তাহলে কিসের এই স্বাধীনতা। স্বাধীনতার চেতনা যুগিয়ে ছিলেন যিনি তার উত্তর সূরীরা যদি আজ হয়ে যায় মৌলবাদী, জঙ্গী, ফতোয়াবাদী তাহলে কিসের এই স্বাধীনতা। তাহলে বলতে হবে মোদের দেশ স্বাধীন মুরা জাতী স্বাধীন নহে।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File