তাবলীগ চলে দলে দলে...

লিখেছেন লিখেছেন মেরাজ ২৬ মার্চ, ২০১৪, ০৬:১৮:০৩ সন্ধ্যা

গাট্টি ওয়ালা পুটলি ওয়ালা !

গন্ড মূর্খ ছয় উছুল ওয়ালা !

কোরাআন হাদীসের

নাই কোন ধার,

আছে শুধু এক

“ফাজায়েলে আমল” তার ।

ঘর সংসার ফেলে

মসজিদে মসজিদে ঘুরে,

মনে করে এক বিশাল আমল

করেছে জীবন জুড়ে ।

গন্ড মূর্খ দেখাক এক দলীল

নবীজী (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার জীবনে

কবে উনি সংসার ফেলে ঘুরেছেন

এক মসজিদ থেকে আরএক মসজিদ প্রাঙ্গনে ?

বলে তারা তবলীগ করে

অথচ জানেনা তার অর্থ,

তবলীগ হল ভালোর নির্দেশ

খারাপ কাজের বিরুদ্ধ ।

বলে শুধু নামাজের কথা

দেখায় বড় বুজুর্গী,

রমনা পার্কের যত হারাম

তাতে তো নাই তাদের তবলীগ !

বেপর্দা-বেহায়ার এক

মিলন মেলার পার্ক,

কাকরাইল মদজিদে থেকেও বলেনা

উফ্‌ আল্লাহ্‌ পাক !!!

কখনও কি করেছে নিষেধ

ঐ সব হারাম কাজে ?

নাকি! হারামে বাঁধা! নিষেধ আছে

তাদের ছয় উসুলের মাঝে !!

সাহাবায়ে কিরাম (রদিয়াল্লাহু তায়ালা আনহুম)

উনাদেরকে মূর্খ বলে! কত বড় বেয়াদব তারা !!!

অথচ হাদীস শরীফে আছে,

সাহাবায়ে কিরাম (রদিয়াল্লাহু তায়ালা আনহুম)

উনাদের খারাপ বলে!

আল্লাহ পাক উনার লানতে আছে যারা।

তাদের নেতা ইলিয়াছ মিয়া

দিয়ে গেছে এক ফতওয়া,

তার ছয় উসুলী তবলীগ না করলে নাকি

ঈমান শুদ্ধ হবে না !

তাহলে তার (ইলিয়াছ) বাবার দাদার

ঈমান কি শুদ্ধ ছিলনা ?

নাকি বড়পীর সাহেব (রহমতুল্লাহী আলাইহি)

খাজা সাহেব (রহমতুল্লাহী আলাইহি)

উনারা শুদ্ধ ছিলেন না (নাউযুবিল্লাহ মিন যালিক) !

ইলিয়াছ মিয়ার স্বপ্নে পাওয়া

এই ছয় উসুলী তবলীগি কাম,

মূর্খতার এক জাহিরী তরীকা

বাতিল ফিরকার কঠিন এক নাম ।

বেচেঁ থাকুন ভাই তাদের থেকে

তাকাবেন না ওদের দিক,

মূর্খতায় পড়বেননা আর

ঈমান আমল থাকবে ঠিক ।

গাট্টিওয়ালাদের সাথে থাকলে সবার

আমল হবে খাস্তা,

ওলী আল্লাহ উনাদের স্বাক্ষাতে থাকলে

পাবেন সঠিক রাস্তা

(সংগ্রহিত)

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198371
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
বেদনা মধুর লিখেছেন : আর কোনো কাজ নাই? ইসলাম যারা পছন্দ করে তারা তাবলিগ পছন্দ করে এটাই সত্য। তাবলিগ দিয়েই আমরা ইসলাম পেয়েছি। যারা তাবলীগ পছন্দ করে না তারা ইসলাম পছন্দ করে না। হে আল্লাহ্‌ তাদেরকে মুসলমান মানিয়ে দাও যার তাবলিগ পছন্দ করছে না।
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
148330
মেরাজ লিখেছেন : আমার হাসি থামেনা ক্যারে...
198380
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এভাবে সমালোচনা করা ঠিক নয়। তাদেরও ভুল ক্রুটি থাকতে পারে তারাতো ফেরেশতা নয়।
198391
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
হতভাগা লিখেছেন : এরা নিজেরা সঠিক পথে আসতে চাইছে আল্লাহর সাহায্যে এবং অন্যকেও আনার চেষ্টা চালাচ্ছে সেটাও আল্লাহর সাহায্যে ।

মূলত এরা দাওয়াতের কাজ করছে । এটা কি ইসলামে নিষেধ করা আছে ?
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
148346
মেরাজ লিখেছেন : দাওয়াত দেয়ার ক্ষেত্রে আল্লাহ তায়াল বলেছেন "মানুষকে ডাক হিকমতের মাধ্যমে" আল্লাহ কি কোথাও বলেছেন কিচ্ছা কাহিনী লিখে মানুসদের ডাকার জন্য?
২৪ মে ২০১৪ দুপুর ১২:০৬
172463
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তাবলীগের বইগুলোতে প্রচুর শিরকী কথাবার্তা আছে। শিরক এর পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেননা।
198393
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
নীল জোছনা লিখেছেন : মুসলমানদের এই একটা দোষ। জ্ঞাতি ভাইয়ের পাছার ভিতর বাঁশ না দিলে ভালো লাগে না। কেনো জামাত শিবির সন্ত্রাসী কার্যক্রম দিয়ে দেশে ইসলামের কি *লটা ছিড়তেছে?
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
148335
মেরাজ লিখেছেন : হাদিসের আলোকে ঈমানের একটা শর্ত হলো অন্যান্যের প্রতিবাদ করা। জনাব তাব্লিগিরা এইটা ইহ জনমে একবারও করেছে?
198400
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:১৩
148344
মেরাজ লিখেছেন : বেয়াপক উৎসাহিত
198468
২৬ মার্চ ২০১৪ রাত ১০:২৮
মোবারক লিখেছেন : ভালো লাগলো
198606
২৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৫
ডাহুকী লিখেছেন : হে রসুল, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাযিল করা হয়েছে তা তুমি (অন্যের কাছে ) পোৗছে দাও। ৫ আল মায়েদা-৬৭
198609
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
ডাহুকী লিখেছেন : আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ওহী মানুষের নিকট পোৗছে দেওয়ার নামই তাবলীগ। এখন আমাদের দেখতে হবে অমরা কি পোৗছে দিচ্ছি ? কোরান নাকি অন্য কিছু ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File