তাবলীগ চলে দলে দলে...
লিখেছেন লিখেছেন মেরাজ ২৬ মার্চ, ২০১৪, ০৬:১৮:০৩ সন্ধ্যা
গাট্টি ওয়ালা পুটলি ওয়ালা !
গন্ড মূর্খ ছয় উছুল ওয়ালা !
কোরাআন হাদীসের
নাই কোন ধার,
আছে শুধু এক
“ফাজায়েলে আমল” তার ।
ঘর সংসার ফেলে
মসজিদে মসজিদে ঘুরে,
মনে করে এক বিশাল আমল
করেছে জীবন জুড়ে ।
গন্ড মূর্খ দেখাক এক দলীল
নবীজী (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার জীবনে
কবে উনি সংসার ফেলে ঘুরেছেন
এক মসজিদ থেকে আরএক মসজিদ প্রাঙ্গনে ?
বলে তারা তবলীগ করে
অথচ জানেনা তার অর্থ,
তবলীগ হল ভালোর নির্দেশ
খারাপ কাজের বিরুদ্ধ ।
বলে শুধু নামাজের কথা
দেখায় বড় বুজুর্গী,
রমনা পার্কের যত হারাম
তাতে তো নাই তাদের তবলীগ !
বেপর্দা-বেহায়ার এক
মিলন মেলার পার্ক,
কাকরাইল মদজিদে থেকেও বলেনা
উফ্ আল্লাহ্ পাক !!!
কখনও কি করেছে নিষেধ
ঐ সব হারাম কাজে ?
নাকি! হারামে বাঁধা! নিষেধ আছে
তাদের ছয় উসুলের মাঝে !!
সাহাবায়ে কিরাম (রদিয়াল্লাহু তায়ালা আনহুম)
উনাদেরকে মূর্খ বলে! কত বড় বেয়াদব তারা !!!
অথচ হাদীস শরীফে আছে,
সাহাবায়ে কিরাম (রদিয়াল্লাহু তায়ালা আনহুম)
উনাদের খারাপ বলে!
আল্লাহ পাক উনার লানতে আছে যারা।
তাদের নেতা ইলিয়াছ মিয়া
দিয়ে গেছে এক ফতওয়া,
তার ছয় উসুলী তবলীগ না করলে নাকি
ঈমান শুদ্ধ হবে না !
তাহলে তার (ইলিয়াছ) বাবার দাদার
ঈমান কি শুদ্ধ ছিলনা ?
নাকি বড়পীর সাহেব (রহমতুল্লাহী আলাইহি)
খাজা সাহেব (রহমতুল্লাহী আলাইহি)
উনারা শুদ্ধ ছিলেন না (নাউযুবিল্লাহ মিন যালিক) !
ইলিয়াছ মিয়ার স্বপ্নে পাওয়া
এই ছয় উসুলী তবলীগি কাম,
মূর্খতার এক জাহিরী তরীকা
বাতিল ফিরকার কঠিন এক নাম ।
বেচেঁ থাকুন ভাই তাদের থেকে
তাকাবেন না ওদের দিক,
মূর্খতায় পড়বেননা আর
ঈমান আমল থাকবে ঠিক ।
গাট্টিওয়ালাদের সাথে থাকলে সবার
আমল হবে খাস্তা,
ওলী আল্লাহ উনাদের স্বাক্ষাতে থাকলে
পাবেন সঠিক রাস্তা
(সংগ্রহিত)
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূলত এরা দাওয়াতের কাজ করছে । এটা কি ইসলামে নিষেধ করা আছে ?
মন্তব্য করতে লগইন করুন