//===রেগে আছে জারিফা সোনা===//
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৬ মার্চ, ২০১৪, ০৫:৫০:৫৯ বিকাল
রেগে আছে জারিফা সোনা
দুইটা জামা কেন কিনে দিইনা
তাইতো আমার সাথে কথা বলে না।
ছোট চাচা নিয়ে যাচ্ছে আইফোন
এই খুশীতে তার নেই ঘুম
অপেক্ষায় আছে সারাক্ষণ।
চাচাকে আনতে এখন আছে এয়ারপোটে
দাদার সাথে দাড়িয়ে আছে
কথা বলছে না আমার সাথে।
ওবাইদ ভাইয়ের ফ্যাশন হাউসে
জামার অর্ডার দিয়ে রেখেছি গত রাতে
পৌছে যাবে আজ রাতে।
https://www.facebook.com/pages/Usshas-Fashion-house/1493515247539506
আমার কন্যা আমার উপর রেগে আছে। আমি নাকি তাকে দুইটা জামা কিনে দিইনি। তাই রাগ করে আমার সাথে কথা বলে না। আমাদের প্রিয় ব্লগার ওবায়দুর রহমান ভাই ছোট ছোট বাচ্চাদের পোশাক ডিজাইন করে থাকেন। আমরা ফেইসবুকে ওনার পেজে বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাকের ছবি দেখে থাকি। আশাকরি ওবায়দ ভাই আমার কন্যার জন্য বাকীতে দুইটা জামা পাঠিয়ে দিবেন। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য অর্ডার দিতে পারেন।
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাদবে তাদের মন
তাদের কথা শুনতে হবে
বলেছেন আল্লাহর রাসূল !
আব্বুকে তো দেখছেনা তাই আব্বুর দেয়া জামা দেখতে মন চাচ্ছে।
হয় খেলা-দুলার মধ্যা
নাহয় ঘুমের ঘরে।
মন্তব্য করতে লগইন করুন