কানের সমস্যাটা আজো ভাল হয়নি...
লিখেছেন লিখেছেন মেরাজ ০৩ মে, ২০১৩, ০৫:৩৫:২৬ বিকাল
CNN-এ সাংবাদিকের প্রশ্নের জবাব দেয়ার সময় প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন আমি ঐ ব্যাপারে কিচ্ছুই বলতে চাইনা, যা বলতে চাই তা হলো হাসুবুর কানের সমস্যা বোধ হয় আজো ভাল হয় নাই (কষ্টের ইমু)। তা না হলে উনাকে একটার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন আরেকটার ব্যাপারে!!!!
হাবুর আরেকটা গুণ আজ আমার চোখে ধরা পরেছে তা হলো তিনি কানে ঠিক ঠাক মতো শুনতে না পারলেও সাংবাদিকের ঠোঁট নাড়া-চাড়া দেখে তিনি ঠিকই বুঝে নেন তাকে কি প্রশ্ন করা হয়েছে।
আমার এই ধারণাটা যদি মিথ্যা হয়, তবে আমাদের কারোই বুঝতে বাকি রইলোনা হাসুবুর ইংরেজির দৌড়ঁ।
যা শুরতে বলতে চাইছিলাম; হাসুবুর না হয় মান সম্মান না থাকতে পারে তাই বলে কি আমাদের কোন মান সম্মান নাই??? দয়া করে কেউ একজন সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসুন "বুবুকে একটু ইংরেজি শিখিয়ে দিন" এতে বুবুর যেমন উপকার হবে তেমনি আমরা আমাদের মান সম্মান নিয়ে বহি:বিশ্বে মাথা উচু করে পরিচয় দিতে পারবো।"
বিষয়: বিবিধ
১৯২৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন