মাত্র কয়েক ঘন্টা পরেই সুসংবাদ আসছে!
লিখেছেন লিখেছেন মোস্তফা মোঘল ০৩ মে, ২০১৩, ০৫:৪৩:১৫ বিকাল
বিএনপিসহ ১৮ দলীয় জোট এর আগেও বহু সমাবেশ করেছে। অসংখ্যবার সরকারকে গদি থেকে টেনে নামানোর হুমকি দিয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। সামান্য একটা সমাবেশের ভয়ে মহাপরাক্রমশালী শেখ হাসিনা এভাবে ভেজা বিড়ালের মত আচরণ করছেন এটা বিশ্বাসই হচ্ছেনা। আবার হেফাজতে ইসলাম ৫ মে ঢাকা অবরোধের হুমকি-ধামকি যতই দিক তাদের হিসেবেই গুনছেনা সরকার। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর স্বরাস্ট্রমন্ত্রী আগেই হুঙ্কার ছেড়ে বলেছেন, “৫ মে হেফাজতকে অচল করে দেয়া হবে।” তাহলে কিসের ভয়ে সরকার এভাবে জামব্রেক করে পিছন দিকে হাঁটা শুরু করলো? দেশের মানুষ বিষয়টি নিয়ে চিন্তিত। শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাস্ট্রসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো শেখ হাসিনার অপশাসন দেখতে দেখতে বিরক্ত হয়ে প্রচন্ড রকমের একটা ঝাঁকুনি দিয়েছে। সেই ঝাঁকুনি চোখে দেখা না গেলেও জায়গামত ঠিকই নাড়া দিয়েছে। অতিসম্প্রতি ১৮ দলের নেতা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে মার্কিন রাস্ট্রদূত ড্যান মজিনা এবং মুসলিম দেশের রাস্ট্রদূতগন তাঁকেও নাকি একটা ঝাঁকুনি দিয়েছেন। দুই নেত্রীর প্রতি তাদের ঝাঁকুনির কারনেই নাকি হঠাৎ নড়তে শুরু করেছে দুই নেত্রীর অহংকারের প্রাসাদ!
শুধু তাই নয়; সরকারের কাছে এমনও খবর আছে যে, ১৮ দলের শনিবারের সমাবেশকে মহাসমাবেশে রূপান্তরের প্রচেষ্টা চলছে। ইতোমধ্যেই সারাদেশ থেকে কয়েক লাখ নেতাকর্মি ঢাকায় জড়ো করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। কালকের সমাবেশ থেকে সরকারকে সময় বেঁধে দিয়ে অসহযোগ আন্দোলনের ঘোষনা দিতে পারেন খালেদা জিয়া। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীর শাপলা চত্বরে অবস্থানের ঘোষনাও দিতে পারেন তিনি। ফলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিবে এতে কোন সন্দেহ নেই। পরদিন রয়েছে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ। ভেতরে ১৮ দলের অবস্থান বাইরে হেফাজতের অবরোধ সামলানো কি সরকারের জন্য সহজ? মোটেও না। বর্তমান পরিস্থিতিতে এই দু’টি ঝাঁকুনি সহ্য করার মত শক্তি ও সাহস কোনটাই অবশিষ্ট নেই শেখ হাসিনার। ফলে কাল-পরশুর মধ্যেই দেশে নতুন কিছূর সম্ভবনা দেখছেন পর্যবেক্ষকরা। হয়তো জাতির জন্য কোন সুসংবাদ আসলেও আসতে পারে!!!!
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন