চাহনি
লিখেছেন লিখেছেন তেপান্তর ১৮ এপ্রিল, ২০১৩, ০৮:২৫:২৪ রাত
আমারে দেখেছিলে আকুল পিয়াসে
অপলক চাহনিতে চাতকের ন্যায়।
আমারই কাননে হতবাক দৃষ্টিতে
আমিও দেখেছিনু তিয়াসী বাসনায়।
আপনার চাহনিতে মনের পিয়ালে
অশনি আলোকের রশ্মিগুলি ঝরে।
তিগ্নরশ্মি হানে আঘাত তদিকচিত্তে
তৃষিত হৃদয়ের ঐ নীল গগণে।
নিশীথে দেখেছিলে জোছনার আলোকে
আমারই নয়নে স্বপন-বিজুলি আপনার।
আপনার সুধা খুঁজিতেছিলে আমাতে
ছিল সেথায় মৌনতা আপন করিবার।
শুভ্র সকালের ঐ উঠোনে দাঁড়িয়ে
আমারে দেখেছিলে অপলক ভঙ্গিতে।
হয়েছিনু বিহব্বল চেয়ে নয়ন পানে
খুঁজেছিলে আমাকে মায়াবী চাহনিতে।
বিষয়: সাহিত্য
১৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন