২০শে এপ্রিল শনিবারের মিলন মেলাতে আপনাকে স্বাগতম
লিখেছেন লিখেছেন মিলন মেলা ১৮ এপ্রিল, ২০১৩, ০৮:২৬:৩৮ রাত
আস্সালামু আলাইকুম।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগার ভাই/বোনদের জমজমাট আড্ডার আসর "মিলন মেলা"-এর পক্ষ থেকে।
আগামী শনিবার (২০শে এপ্রিল ২০১৩), বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায় শুরু হতে যাচেছ টুডে ব্লগে "মিলন মেলা" এর প্রথম আসর।
ইনশা আল্লাহ ঠিক ৭টার সময়েই পোষ্ট দেয়া হবে।
অতএব,
যথা সময়ে আপনি আপনার সহ ব্লগার সহ টুডে ব্লগে উপস্থিত হয়ে মিলন মেলাকে সফল আর স্বার্থক করতে সহযোগিতা করতে অনুরোধ করছি। আসুন কমেন্ট আর কমেন্ট দিয়ে রাঙিয়ে দেই মিলন মেলার ব্লগ বাড়ী। জমিয়ে আড্ডা দেই সকলে মিলে। জ্ঞানের জলসাতে পরিণত করি মিলন মেলার প্রতি আসর।
উল্লেখ্য যে, অনিবার্য কারণে যারা ৭টায় আসতে পারবেন না, তারা পরে আসলেও জবাব পাবেন ইনশা আল্লাহ।
(বিশেষ জ্ঞাতব্যঃ মিলন মেলার নিয়মাবলী বিষয়ে জানতে ক্লিক করুনঃ এই লিংকে
বিষয়: বিবিধ
১৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন