রামাদ্বানের পর ঈদের শেষে মিলন মেলার নিয়মিত আয়োজন
লিখেছেন লিখেছেন মিলন মেলা ২৯ জুলাই, ২০১৩, ০২:৪৬:৪৪ দুপুর
আস্সালামু আলাইকুম। একদল রুচিশীল ও জ্ঞানপিপাসু ব্লগারের আড্ডাধর্মী সাপ্তাহিক আয়োজন "মিলন মেলা"। মিলন মেলার সাপ্তাহিক আয়োজন পবিত্র মাহে রামাদ্বানের কারণে বন্ধ রয়েছে। ইনশা আল্লাহ রামাদ্বানের পরপর আবার আমরা সমবেত হবো প্রতি শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। মিলন মেলা ইনশা আল্লাহ আবার সরব হবে সেই আগের মতো। অতএব, আসুন আগেই সাজিয়ে নেই মিলন মেলার আয়োজন গুলোকে।
মিলন মেলা আড্ডাতে যারা পোষ্ট দিতে চান, তাদের জন্য প্রস্তাবিত সিডিউলঃ
মিলন মেলা পোষ্ট {১৩} ১৭/০৮/২০১৩:
মিলন মেলা পোষ্ট {১৪} ২৪/০৮/২০১৩:
মিলন মেলা পোষ্ট {১৫} ৩১/০৮/২০১৩:
মিলন মেলা পোষ্ট {১৬} ০৭/০৯/২০১৩:
মিলন মেলা পোষ্ট {১৭} ১৪/০৯/২০১৩:
মিলন মেলা পোষ্ট {১৮} ২১/০৯/২০১৩:
মিলন মেলা পোষ্ট {১৯} ২৮/০৯/২০১৩:
আপনি যে দিন মিলন মেলাতে পোষ্ট দিতে চান, মন্তব্যের মাধ্যমে তারিখ নির্বাচন করুন।
মনে রাখবেনঃ ঈদের পর প্রতি শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা।
বিষয়: বিবিধ
১৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন