প্রেস ক্লাবের সামনে থেকে ১৩ মহিলা শিবির আটক

লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ০৫ জানুয়ারি, ২০১৩, ০৫:৩৯:০৩ বিকাল



জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইসলামী ছাত্রী সংস্থার কর্মী (মহিলা শিবির) সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন- জোসনা বেগম (৫০), ফাতেমা এবং সাদিয়া।

শনিবার বিকেল সাড়ে ৩টা নাগাদ জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ৠাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।

এর মধ্যে ২ জনকে ৠাব ও বাকিদেরকে আটক করে পুলিশ। তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

নারী অধিকার আন্দোলনের উদ্যোগে প্রেসক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে যোগ দিতে এসেছিলেন তারা।

আটক অভিযানে থাকা এক ৠাব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপরের নির্দেশ ছিল গোলটেবিল বৈঠক শেষে তাদের আটক করার। আমরা তাই করেছি।

এর আগে ১৭ ডিসেম্বর মগবাজারে ইসলামী ছাত্রী সংস্থার কার্যালয় থেকে তাঁদের ২০ কর্মীকে গ্রেপ্তার করা হয়। আর এসব কর্মীর ওপর নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

Click this link

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File