বিডি টুডে ব্লগে আমার আগমন ও কিছু প্রত্যশা।।।।।।।।

লিখেছেন লিখেছেন আপোশহীন ০৫ জানুয়ারি, ২০১৩, ০৫:৩৬:৫৬ বিকাল

ব্লগ লিখতে এবং পরতে আমার সবসময়ই ভালো লাগে।দিন দিন বাংলা ব্লগের জনপ্রিয়তাও বাড়তেছে।অনেক কথা যে কথা গুলো সংবাদপত্রে আসেনা ব্লগারদের মাধ্যমে ব্লগে আমরা সেই না জানা কথা গুলো জানতে পারি,প্রতিটি সংবাদের বিশ্লেষন,সমাজ ও বিশ্ববাস্তবতা সবকিছুই আমরা জানতে পারি ব্লগের মাধ্যমে।ব্লগ অবশ্যই হতে হবে মুক্তচিন্তার মুক্তবুদ্ধির এক স্বাধীন জায়গা তবে তা হতে হবে অবশ্যই গালাগালি মুক্ত।যে জিনিসটার অভাব লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্লগে।আশা করি বিডি টুডে ব্লগ হবে মুক্তচিন্তার এক অনন্য জায়গা যেখানে সবাই পাবে তার মতপ্রকাশের সমান সুযোগ।বিডি টুডে ব্লগের প্রতি রইল শুভকামনা....

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File