সভ্যতার এক কুৎসিত উপহার দারিদ্র
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৪ অক্টোবর, ২০১৪, ১০:০৬:৫৭ রাত
উৎপাদনের আধুনিকায়নের ফলে পুরো পৃথিবীর উৎপাদন কতগুন বেড়েছে? মাথাপিছু আয় কত গুন বেড়েছে? চোখ ধাঁধানো দালান-কোঠা, বড় বড় শহর, রাতের অন্ধকারকে পরাজিত করা আলোকোজ্জ্বল শহরের রাস্তা কিম্বা নাচে-গানে-পানে মুখর নাইট ক্লাব, বিশ্বকাপ ফুটবল-ক্রিকেট বা অলিম্পিক ইভেন্ট দেখে আমরা গর্ব বোধ করি, উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি ভেবে আত্মপ্রসাদ লাভ করি। সমাজ বিজ্ঞানীরা এই যুগকে আধুনিকোত্তর যুগ (post-modern)যুগ বলে অভিহিত করছেন।
যখন এক পার্টিতে খাবার অপচয় হয়, আরেক দিকে না খেয়ে ঘুমাতে যায় বিলিওন মানুষ! সভ্যতার চাকচিক্যের আড়ালে থেকে যায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হতদরিদ্র মানুষ গুলি। রাস্তায় বিএমডাব্লিও হাঁকিয়ে যাবার সময় ফুটপাথে অর্ধ ঊলংগ মানুষটি যখন পেটের দায়ে হাত পাতে তখন আমাদের মনে মমতা জন্মে না, জন্মে বিরক্তি!
এই সভ্যতা আমাদের হাতে তুলে দিয়েছে ভোগ করবার অসংখ্য উপাদান, আমাদের নামিয়ে দিয়েছে ভোগ প্রতিযোগিতায়। আমি শুধু নিজের প্রয়োজন মিটিয়ে ক্ষান্ত হচ্ছি না বরং বিভিন্ন ভাবে বিলাসিতা করছি, সম্পদের অপচয় করছি আর আরেক দিকে অসংখ্য মানুষ ন্যুনতম পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু ইঊরোপে সিগারেটের খরচ বছরে ৫০ বিলিওন ডলার আর ৪০ বিলিওন ডলার হলে আমরা পৃথিবীর তাবদ গরীব মানুষের প্রাথমিক শিক্ষা, বেসিক চিকিৎসা এবং সকল নারীর প্রজনন স্বাস্থ সেবা নিশ্চিত করা যায়, কিন্তু সেই টাকা জোটে না।
আমরা যারা সভ্য মানুষ আজ তাদের ভাবতে হবে এই দারিদ্রকে জিইয়ে রেখে আমরা আসলে কি নিজেদের সভ্য বলতে পারি?
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন